হিন্দু- মুসলিম ভেদাভেদ ভুলে করোনার বিরুদ্ধে মানুষ হয়ে লড়াই করুন; টোটকা শোয়েব আখতারের

করোনাভাইরাস এর সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই নানা ব্যবস্থা নিয়েছে পাকিস্তান সরকার

Updated By: Mar 23, 2020, 08:28 PM IST
হিন্দু- মুসলিম ভেদাভেদ ভুলে করোনার বিরুদ্ধে মানুষ হয়ে লড়াই করুন; টোটকা শোয়েব আখতারের

নিজস্ব প্রতিবেদন : মারণ ভাইরাস করোনার সংক্রমণে বিপর্যস্ত গোটা বিশ্ব। থমকে গিয়েছে জনজীবন। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। কঠিন পরিস্থিতিতে ধর্মীয় ভেদাভেদ দূরে সরিয়ে মানুষ হয়ে মানুষকে সাহায্য করার আবেদন জানালেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার।

নিজের অফিসিয়াল ইউটিউবে এক ভিডিয়োতে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস পোস্ট করেছেন, "বিশ্বের সকল ভক্তদের অনুরোধ করছি যে এই করোনাভাইরাস একসংকট। তাই ধর্মের ওপরে উঠে সম্মিলিতভাবে আমাদের লড়াই করতে হবে। যাতে এই মারণ ভাইরাস আর না ছড়ায়। আপনি যদি কারও সংস্পর্শে এসে থাকেন এবং জায়গায় জায়গায় সভা করেন তাহলে কিন্তু এই মরণ ভাইরাসের সংক্রমণ আরও ছড়িয়ে পড়বে।"

 

করোনাভাইরাস এর সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই নানা ব্যবস্থা নিয়েছে পাকিস্তান সরকার। বেশ কিছুটা অঞ্চল লকডাউন করা হয়েছে। সংকটের মধ্যেই রয়েছে পাকিস্তান। বিষয়টি নিয়ে বেশ চিন্তিত ৪৪ বছর বয়সী পেসার। এই সংকটের মুহূর্তে ধনী-দরিদ্র হিন্দু-মুসলিম সব ভেদাভেদ দূরে সরিয়ে মানুষের মত বাঁচার পরামর্শ দিয়েছেন তিনি।

আরও পড়ুন - অলিম্পিক থেকে নাম প্রত্যাহারের হিড়িক! কানাডার পর এবার নাম তুলে নিল অস্ট্রেলিয়া

.