Tokyo Paralympics 2020:সোনার স্বপ্ন দেখাচ্ছেন Bhavina, টিটি ফাইনালে ভারতীয় প্যাডলার

'ফাইনালে ১০০ শতাংশ দিয়ে খেলব', আত্মবিশ্বাসী Bhavina।

Updated By: Aug 28, 2021, 08:50 AM IST
 Tokyo Paralympics 2020:সোনার স্বপ্ন দেখাচ্ছেন Bhavina, টিটি ফাইনালে ভারতীয় প্যাডলার

নিজস্ব প্রতিবেদন: Tokyo Paralympics 2020-র মঞ্চে ভারতকে সোনার স্বপ্ন দেখাচ্ছেন ভাবিনা প্যাটেল (Bhavina Patel)। মেয়েদের টেবিল টেনিস সেমি ফাইনালে চিনা প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে ফাইনালে পৌঁছলেন তিনি। ৩-২ ব্যবধানে হারালেন চিনের Miao Zhang-কে। ভারতের জন্য কমপক্ষে রুপো নিশ্চিত করলেন তিনি।

টোকিও প্যারালিম্পিকে (Tokyo Paralympics 2020) ভাবিনা প্যাটেলের (Bhavina Patel) সোনা জয় কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করছেন তাঁর বাবা হাসমুখভাই প্যাটেল। ফাইনালে পৌঁছে অনেক বেশি আত্মবিশ্বাসী ভাবিনাও। তিনি জানান, ফাইনালে নিজের সবটুকু উজাড় করে দেবেন। ১০০ শতাংশ দিয়ে খেলবেন। মানসিক ভাবেও তিনি প্রস্তুত। 

শুক্রবার ক্লাস ফোর টেবল টেনিসের কোয়ার্টার ফাইনালে বরিস্লাভা রানকোভিচ পেরিচের মুখোমুখি হন ভাবিনা। সার্বিয়ার প্রতিদ্বন্দ্বী ও বিশ্বের দুই নম্বরকে ভাবিনা হারান ৩-০ ব্যবধানে। ভাবিনার পক্ষে ফল ১১-৫, ১১-৬, ১১-৭।  ব্রাজিলের জয়েস দে অলিভিয়েরাকে ৩-০ (১২-১০, ১৩-১১, ১১-৬) হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন ভাবিনা।  

.