পুজোর গানে টলি নায়িকাদের সঙ্গে এবার সৌরভ!

টলিউডের তিন নায়িকা শুভশ্রী, মিমি এবং নূসরতের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন বাংলার মহারাজ।

Updated By: Aug 26, 2018, 07:52 PM IST
পুজোর গানে টলি নায়িকাদের সঙ্গে এবার সৌরভ!

নিজস্ব প্রতিবেদন : রাজের সিনেমায় মহারাজ? শুটিংয়ে একঝলক দেখে এমনটাই মনে হতে পারে। রাজ চক্রবর্তী পরিচালিত এক মিউজিক ভিডিওতে অভিনয় করছেন সৌরভ গাঙ্গুলি। টলিউডের তিন নায়িকা শুভশ্রী, মিমি এবং নূসরতের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন বাংলার মহারাজ।

আরও পড়ুন - ৭১-এ থেমে গেল গোপাল বসুর ইনিংস

হ্যাঁ এবার পুজোয় এমনটাই হতে চলেছে। একটি বহুজাতিক সংস্থার বিজ্ঞাপণে পুজোর গানের ভিডিওতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে সৌরভ, শুভশ্রী, মিমি, নূসরতকে। যে ভিডিওতে দেখা যাবে বনি সেনগুপ্ত এবং জিৎ গাঙ্গুলীকেও। আর এই মিউজিক ভিডিওর পরিচালক হলেন রাজ চক্রবর্তী। গানটি অবশ্য লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। কম্পোজিশন করেছেন জিৎ গাঙ্গুলী। 'গাঙ্গুলী বাড়ির পুজোর গান' লিখে সৌরভ আর শুভশ্রীর মাঝে বসে একটি ছবিও টুইট করেছেন জিৎ।

এর আগেও বিজ্ঞাপনে নূসরত, শুভশ্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে বাংলার মহারাজকে। এবার টলিউডের তিন নায়িকাকে সঙ্গে নিয়ে পুজোর মিউজিক ভিডিওতে সুরভিত মহারাজ।বলাই বাহুল্য মিমি-শুভশ্রী-নূসরত-সৌরভ জুটি এবার মাতিয়ে দেবে বাঙালির সেন্টিমেন্ট দূর্গাপুজো। 

.