কাল ডার্বি! সুখের সময়েও ভবিষ্যতের চিন্তা, তাল কেটেছে মোহনবাগানের

এটিকের সঙ্গে মোহনবাগানের সংযুক্তিকরণের পরই ফোকাস নড়ে গিয়েছে মোরান্তেদের।

Updated By: Jan 18, 2020, 06:49 PM IST
কাল ডার্বি! সুখের সময়েও ভবিষ্যতের চিন্তা, তাল কেটেছে মোহনবাগানের

নিজস্ব প্রতিবেদন : নতুন বছরের শুরুতেই পাল তুলেছে নৌকো। ডানা মেলে উড়ছে কিবুর দল। টেবিল টপার ফ্রান গঞ্জালেস-বেইটিয়াদের আত্মবিশ্বাসও তুঙ্গে। সবুজ-মেরুন সমর্থকরাও ডার্বি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন। তবে এই সুখের সময়ই হঠাত্‍ তাল কেটেছে বাগান ড্রেসিংরুমের। এটিকের সঙ্গে মোহনবাগানের সংযুক্তিকরণের পরই ফোকাস নড়ে গিয়েছে মোরান্তেদের। নিজেদের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তায় বাগান ফুটবলাররা। যদিও ড্যামেজ কন্ট্রোলে আসরে নেমেছেন কোচ কিবু ভিকুনা। ডিসেম্বরের বড় ম্যাচ পিছিয়ে যাওয়াতে আখেরে শাপে বরই হয়েছে মোহনবাগানের। বিপক্ষ লাল-হলুদ খাতায় কলমে পিছিয়ে থাকলেও সেট পিস স্পেশালিস্ট ডিকা, হুয়ান মেরাদের সমীহ করছেন কিবু ভিকুনা। 

আরও পড়ুন-  মোহনবাগানের পথে ইস্টবেঙ্গল! লাল-হলুদেরও হতে পারে ফ্র্যাঞ্চাইজি যোগ

কোলাডো-হুয়ান মেরাদের দৌড় থামাতে বিশেষ নজর দিচ্ছেন বাগান কোচ। লাল-হলুদের সাপ্লাই লাইন কেটে দেওয়াই লক্ষ্য স্প্যানিশ কোচের। তিনটে ম্যাচে এখনও গোলের দেখা পাননি বাবা দিওয়ারা। বাগান কোচ অবশ্য লা-লিগা খেলা সেনেগালের স্ট্রাইকারকে নিয়ে আশাবাদী। বড় ম্যাচকে মাথায় রেখে লেফট ব্যাকে ধনচন্দ্রের বদলে চুলোভাকে খেলানোর ভাবনা স্প্যানিশ কোচের। বাকি দল অপরিবর্তিত থাকছে। সুপার সাব হিসাবে তরুণ বঙ্গতনয় শুভ ঘোষই ভরসা ভিকুনার। তাজিকিস্তানের কোমরন তুরসনভকেও পরিবর্ত হিসাবে ব্যবহার করতে পারেন বাগান কোচ। প্রত্যাশার পারদ চড়ছে বেইটিয়া-ফ্রান গঞ্জালেসদের ঘিরে। দুবছর ডার্বি জেতেনি মোহনবাগান। মোরান্তে-বেইটিয়ারাই পারেন মর্যাদার ম্যাচ জিতিয়ে বাগান সমর্থকদের মুখে হাসি ফোটাতে। একইসঙ্গে লিগ খেতাবে আরও একধাপ এগোতে।

.