জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্র্যাকের এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটল! কিংবদন্তি অ্যালিসন ফেলিক্স (Allyson Felix) তাঁর বর্ণাঢ্য কেরিয়ার শেষ করলেন এবার। মধুরেণ সমাপয়েৎ না ঘটলেও, হতাশ হতে হল না মার্কিন মুলুকের ৩৬ বছরের স্প্রিন্টার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত শুক্রবার ওরেগনের ইউজিনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ইউএস টিমকে ৪x৪০০ মিটার মিক্সড রিলে রেসে ব্রোঞ্জ জেতানোয় অবদান রাখলেন ফেলিক্স। কেরিয়ারের ১৯ নম্বর বিশ্ব খেতাব এল তাঁর শেষ দৌড়ে। আমেরিকায় চলা বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৪x৪০০ মিটার মিক্সড রিলে রেসে আমেরিকাকে চমকে দিয়ে সোনা ছিনিয়ে নিয়েছে ডোমিনিকান রিপাবলিক। শেষ ধাপে দুরন্ত দৌড়ে রুপো জিতেছে নেদারল্যান্ডস। ঘরের মাঠে আমেরিকা হয়েছে তৃতীয়।



২০০৩ সালে মাত্র ১৭ বছর বয়সে ফেলিক্স তাঁর দুরন্ত কেরিয়ার শুরু করেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে। সেই প্যারিস থেকে শুরু করে শেষ করলেন নিজের দেশের মাটিতে। ফেলিক্স যখন ওরেগনের হেওয়ার্ড ফিল্ড ছাড়ছেন তখন তাঁর ঝুলিতে মোট ৩০টি পদক (অলিম্পিক্সে ১১টি ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৯টি)!


পদকসংখ্যা এবং কৃতিত্বের মাপকাঠিতে ফেলিক্সই নিঃসন্দেহে অ্যাথলেটিক্সের ইতিহাসে সবচেয়ে সফল ক্রীড়াবিদ। ২০০৪ সালে এথেন্স অলিম্পিক্সে  ২০০ মিটার রুপো জিতেছিলেন ফেলিক্স। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক পদক জিতে বদলে দেন অ্যাথলেটিক্সের ইতিহাস। ফেলিক্সের মোট ১৯টি বিশ্ব খেতাবের মধ্যে ১১টি সোনা, ৩টি রুপো ও ৩টি ব্রোঞ্জ রয়েছে। ফেলিক্স যখন মাঠ ছাড়েন তখন গোটা গ্যালারি উঠে দাঁড়িয়ে অভিবাদন জানায়। ফেলিক্সের অবসরের সঙ্গেই ট্র্যাকের এক ইতিহাস শেষ হয়ে গেল।


আরও পড়ুন: Babar Azam | Virat Kohli: বিরাটকে পিছনে ফেলে অনন্য ইতিহাস লিখলেন 'রানমেশিন' বাবর


আরও পড়ুনBabar Azam | Virat Kohli: বিরাটকে পিছনে ফেলে অনন্য ইতিহাস লিখলেন 'রানমেশিন' বাবর


আরও পড়ুনPV Sindhu: সিঙ্গাপুর ওপেন জিতে পরের টার্গেট জানিয়ে দিলেন সিন্ধু


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)