Babar Azam | Virat Kohli: বিরাটকে পিছনে ফেলে অনন্য ইতিহাস লিখলেন 'রানমেশিন' বাবর
বাবর তাঁর কেরিয়ায়ের সপ্তম টেস্ট সেঞ্চুরির স্বাদ পেলেন গলে। এর সঙ্গেই করলেন অনন্য রেকর্ড
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তান (Pakistan) অধিনায়ক বাবর আজম (Babar Azam) ব্যাট হাতে বাইশ গজে শাসন করছেন। তিনি ব্যাট করতে নামলেই পরিসংখ্যানবিদরা তৈরি হয়ে যান নতুন রেকর্ডের খতিয়ান লেখার জন্য। এবার বাবর টপকে গেলেন বিরাট কোহলিকে (Virat Kohli)। দ্রুততম এশিয়ান হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করলেন এই মুহূর্তের বিশ্ববন্দিত ব্যাটার।
বাবরের পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় এসেছে। গলে চলছে প্রথম টেস্ট। বাবর সব ফরম্যাট মিলিয়ে দশহাজারি হতে ২২৮ ইনিংস নিলেন। কোহলির এই রেকর্ড করতে লেগেছিল ২৩২ ইনিংস। সার্বিক ভাবে বাবর পঞ্চম দ্রুততম হিসাবে ১০ হাজারের মাইলস্টোন তৈরি করলেন।
এশিয়ান ব্য়াটারদের মধ্যে ১০ হাজার রানের তালিকায় দাপট দেখাচ্ছেন ভারত ও পাকিস্তানের ব্যাটাররাই। সুনীল গাভাসকর (২৪৩ ইনিংস), জাভেজ মিয়াঁদাদ (২৪৮ ইনিংস), সৌরভ গঙ্গোপাধ্যায় (২৫৩ ইনিংস) রয়েছেন বাবর-বিরাটদের সঙ্গেই। তালিকায় শীর্ষে আছেন উইন্ডিজ কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস। মাত্র ২০৬ ইনিংসে তিনি ১০ হাজার রান করেছিলেন। এরপর হাশিম আমলা (২১৭), ব্রায়ান লারা (২২০ ইনিংস), জো রুট (২২২)।
গলে টস জিতে দিমুথ করুণারত্নের টিম প্রথম ব্যাট করে ২২২ রান তোলে। জবাবে বাবর অ্যান্ড কোং ৯ উইকেট হারিয়ে ২১৫ রান তুলেছে (প্রতিবেদন লেখার সময় পর্যন্ত)। বাবর অপরাজিত আছেন ১১৭ রানে। তাঁকে ৫ রানে সঙ্গ দিচ্ছেন নাসিম শাহ। বাবর তাঁর কেরিয়ায়ের সপ্তম টেস্ট সেঞ্চুরির স্বাদ পেলেন গলে। আইসিসি এই ইনিংসের তারিফ করে টুইট করেছে। ক্যাপশন দেওয়া হয়েছে, "বিশেষ প্লেয়ারের বিশেষ নক।"
আরও পড়ুন: PV Sindhu: সিঙ্গাপুর ওপেন জিতে পরের টার্গেট জানিয়ে দিলেন সিন্ধু
আরও পড়ুন: Virat Kohli | Shoaib Akhtar: 'কোহলিকে বসানোর কথা লোকজন ভাবেই বা কী করে!'
আরও পড়ুন: Sri Lanka Crisis | Asia Cup: রাজনৈতিক অস্থিরতায় শ্রীলঙ্কা থেকে সরতে পারে এশিয়া কাপ!