'পেস মেশিন' ডেল স্টেইনকে অবসর নিয়ে শুভেচ্ছা কিং কোহলির
আইপিএলে বেঙ্গালুরু দলে কিং কোহলির সতীর্থ ডেল স্টেইন।
নিজস্ব প্রতিবেদন : টেস্টে আর দেখা যাবে না 'স্টেইন-গান'! একের পর এক চোটের ধাক্কা। আচমকাই টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। 'পেস মেশিন' ডেল স্টেইনকে অবসর নিয়ে শুভেচ্ছা জানালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আইপিএলে বেঙ্গালুরু দলে কিং কোহলির সতীর্থ ডেল স্টেইন।
সোমবারই টেস্ট ক্রিকেটকে আলবিদা বলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারি স্টেইন। ৩৬ বছর বয়সী ডেল স্টেইন ৯৩টি টেস্টে ৪৩৯টি উইকেট নিয়েছেন। তবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন তিনি।
A true champion of the game.
Happy retirement to the pace machine @DaleSteyn62— Virat Kohli (@imVkohli) August 5, 2019
ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ডেল স্টেইনের সুসম্পর্ক সকলেরই জানা। আইপিএলে এবার বেঙ্গালুরু দলের হয়েও খেলেছেন 'স্টেইন গান'। টেস্ট ক্রিকেট থেকে স্টেইন অবসর নেওয়ার পর বিরাট কোহলি তাঁকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন। বিরাট লেখেন, "ক্রিকেটের একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। পেস মেশিনকে অবসর জীবনের শুভেচ্ছা।"
আরও পড়ুন - লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনির এই কাজের ছবিও মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায়