সাংহাইয়ে সঙ্গায় সাঙ্গ নাদালের কামব্যাক
চোট কাটিয়ে ফিরে এসে খারাপ খেলছিলেন না। কিন্তু শেষ অবধি দুরন্ত ফর্মে থাকা জো উইলফ্রেড সঙ্গার কাছে হেরে সাংহাই মাস্টার্স থেকে বিদায় নিতে হল রাফায়েল নাদালকে। কোয়ার্টার ফাইনালে সঙ্গা ৬-৪, ০-৬, ৭-৫ হারালেন নাদালকে। হারলেও বেশ লড়াই করে নাদাল। সেমিফাইনালে সঙ্গার সামনে এবার জকোভিচ।
ওয়েব ডেস্ক: চোট কাটিয়ে ফিরে এসে খারাপ খেলছিলেন না। কিন্তু শেষ অবধি দুরন্ত ফর্মে থাকা জো উইলফ্রেড সঙ্গার কাছে হেরে সাংহাই মাস্টার্স থেকে বিদায় নিতে হল রাফায়েল নাদালকে। কোয়ার্টার ফাইনালে সঙ্গা ৬-৪, ০-৬, ৭-৫ হারালেন নাদালকে। হারলেও বেশ লড়াই করে নাদাল। সেমিফাইনালে সঙ্গার সামনে এবার জকোভিচ।
চোট পাওয়ার পর আত্মবিশ্বাস একেবার তলানিতে চলে যায় নাদালের। ক দিন আগে স্পেনের এই মহাতারকা নিজেই বলেন, তাঁর পক্ষে ফের গ্র্যান্ডস্লাম জেতা কঠিন হবে। তবে তারপর অবশ্য ভালই খেলছিলেন নাদাল। ইভা কর্লোভিচের বিরুদ্ধে বেশ দারুণ খেলছিলেন। সঙ্গার বিরুদ্ধে দ্বিতীয় সেটে পুরনো ছন্দে দেখা মিলেছিল। কিন্তু নির্ণায়ক সেটে একগাদা আনফোর্সড এরর- করে বিপদ ডেকে আনেন।