ব্রিসবেনে ঐতিহাসিক টেস্ট জয়, সোশ্যাল মিডিয়ায় Rahul Dravid-কে কুর্নিশ
গুরু রাহুল দ্রাবিড়ের থেকে শিক্ষা নিয়েই আজ জাতীয় দলে সাফল্যের সরণীতে শর্দুল-ঋষভরা। ভারতীয় দলের সাপ্লাই লাইন গড়তে বড় ভূমিকা রয়েছে রাহুল দ্রাবিড়ের একথা বলার অবকাশ রাখে না।
নিজস্ব প্রতিবেদন: অজিদের দম্ভ, অহংকার মাটিতে মিশিয়ে ব্রিসবেনে ঐতিহাসিক টেস্ট জয় রাহানের টিম ইন্ডিয়ার। ভাঙাচোরা দল নিয়ে অজিদের অহমিকাকে গাব্বায় ধুলোয় মিশিয়ে দিয়েছেন শুভমান গিল, মহম্মদ সিরাজ, ঋষভ পন্থ, নটরাজন, ওয়াশিংটন সুন্দরের মতো একঝাঁক তরুণ তুর্কী। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের পরেই সোশ্য়াল মিডিয়াতে চর্চায় রাহুল দ্রাবিড়।
আসলে ভারতের সিরিজ জয়ের নেপথ্য কারিগর মেন্টর রাহুল দ্রাবিড়। যাঁদের কাঁধে ভর করে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতল টিম ইন্ডিয়া সেই তরুণ ক্রিকেটারদের লালন-পালন করেছে ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান এনসিএ প্রধান রাহুল দ্রাবিড়। ব্রিসবেনে দ্বিতীয় ইনিংসে ৯১ রান করা শুভমান গিল রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের ফসল। ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন এই শুভমান।
শুধু শুভমান গিল একা নন। শর্দুল ঠাকুর থেকে মহম্মদ সিরাজ, ঋষভ পন্থ, নভদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দর বিভিন্ন সময়ে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ক্রিকেটের পাঠ নিয়েছেন। গুরু রাহুল দ্রাবিড়ের থেকে শিক্ষা নিয়েই আজ জাতীয় দলে সাফল্যের সরণীতে শর্দুল-ঋষভরা। ভারতীয় দলের সাপ্লাই লাইন গড়তে বড় ভূমিকা রয়েছে রাহুল দ্রাবিড়ের একথা বলার অবকাশ রাখে না। বরং বলা ভাল একের পর এক তরুণ ক্রিকেটারকে উপহার হিসেবে তুলে দিয়েছেন তিনি। তাই অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সাফল্যের দিনে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা 'দ্য ওয়াল'-কে কুর্নিশ জানিয়েছেন।
কেউ কেউ তো সিরিজ সেরার পুরস্কার মিস্টার ডিপেন্ডবল রাহুল দ্রাবিড়ের হাতে ওঠা উচিৎ বলছেন। আবার কেউ কেউ তো আবার কৃষকদের বীজ বোনার ছবি পোস্ট করে লিখেছেন, কৃষকরা যেমন দেশবাসীর মুখে অন্ন তুলে দেন সেই রকম রাহুল দ্রাবিড় একের পর এক তরুণ প্রতিভা জাতীয় দলকে উপহার দিয়েছেন।
আরও পড়ুন - এক মাস আগে ৩৬, বছর ঘুরতেই সিরিজ জয়; Team India-র উত্থানে অবাক ICC