ব্রিসবেন টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে Team India, ICC টেস্ট ​র‌্যাঙ্কিংয়েও অস্ট্রেলিয়ার উপরে রাহানেরা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত পাঁচটি সিরিজ খেলেছে টিম ইন্ডিয়া। ১৩ টি টেস্টের মধ্যে ৯টিতে জিতেছে ভারতীয় ক্রিকেট দল।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 19, 2021, 06:14 PM IST
ব্রিসবেন টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে Team India, ICC টেস্ট ​র‌্যাঙ্কিংয়েও অস্ট্রেলিয়ার উপরে রাহানেরা
ছবি সৌজন্যে: BCCI

নিজস্ব প্রতিবেদন: অজিদের গর্ব-গাব্বায় আজ দর্পচুর্ণ স্মিথদের। সিরিজ হারের সঙ্গে সঙ্গে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও পা হড়কাল অস্ট্রেলিয়ার। ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার গাভাসকর ট্রফি জিতে নিল টিম ইন্ডিয়া। একই সঙ্গে  ICC World Test Championship-এর পয়েন্ট টেবিলে শীর্ষে ভারতীয় ক্রিকেট দল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত পাঁচটি সিরিজ খেলেছে টিম ইন্ডিয়া। ১৩ টি টেস্টের মধ্যে ৯টিতে জিতেছে ভারতীয় ক্রিকেট দল। হেরেছে তিনটি ম্যাচে। আর ড্র হয়েছে একটি টেস্ট। ৪৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এক নম্বরে টিম ইন্ডিয়া। তবে করোনা পরবর্তী সময়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে জয়ের শতাংশ হিসেব করা হচ্ছে। সেই নিরিখেও এক নম্বরে উঠে এল টিম ইন্ডিয়া। ৭১.৭% জয়ের হার ভারতের।

আরও পড়ুন- রাহানেদের ব্রিসবেন জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী Modi, ৫ কোটি টাকা বোনাস ঘোষণা BCCI-এর

৭০% হারে ম্যাচ জিতে তালিকায় দু নম্বরে রয়েছে নিউ জিল্যান্ড। তবে অস্ট্রেলিয়া নেমে গিয়েছে তিন নম্বরে। তাদের জয়ের হার ৬৯.২%।

 

এদিকে আইসিসি টেস্ট ​র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে সরিয়ে দু নম্বরে উঠে এল টিম ইন্ডিয়া। ১১৭.৬৫ রেটিং পয়েন্ট টিম ইন্ডিয়ার। ১১৮.৪৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে নিউ জিল্যান্ড। অন্যদিকে এক ধাপ নেমে ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন- ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় জয়: Sourav Ganguly

.