সাত সকালেই স্টেডিয়ামে পাওয়া গেল দুই ক্রিকেট কোচের মৃতদেহ!

Updated By: Sep 15, 2017, 11:11 AM IST
সাত সকালেই স্টেডিয়ামে পাওয়া গেল দুই ক্রিকেট কোচের মৃতদেহ!

ওয়েব ডেস্ক: খেলার মাঠে কোচের মৃত দেহ! তাও আবার একজনের নয় জোড়া মৃতদেহ উদ্ধার হল দক্ষিণ আফ্রিকার একটি স্টেডিয়ামে। দু'জনেই কোচ ছিলেন বলে জানা গিয়েছে।দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ-পশ্চিম প্রিটোরিয়ার লাউডিয়াম ক্রিকেট স্টেডিয়ামের ক্লাবহাউসে পাওয়া গিয়েছে এই দুই ক্রিকেট কোচের মৃতদেহ। ইএসপিএন ক্রিকইনফো-র খবর অনুযায়ী, ২৪ বছর বয়সী কোচ গিভেন নোসি এবং ২৬ বছর বয়সী কোচ চার্লসন মাসেকোর মৃতদেহ উদ্ধার হয়েছে যেখানে, সেখানেই আহত হয়ে পড়েছিলেন আরও দু'জন। তাঁরা হলেন, কেএফসি মিনি ক্রিকেটের কো-অর্ডিনেটর ২৭ বছর বয়সী কাগিসো মাসুবেলেলে এবং লাউডিয়াম হাবের হেড কোচ এবং কো-অর্ডিনেটর ওবেদ হার্ভে। তাঁদের দু'জনকে অবশ্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ৩টি ম্যাচে দলে নেই ধাওয়ান

উমর আসাদ বলে এক ক্রিকেটার এদিন সকালে প্র্যাকটিস করাকালীন, ওই দুই ক্রিকেটারের মৃতদেহ দেখতে পান। আর তারপরই স্থানীয় সময় সন্ধে সাতটা নাগাদ পুলিসে খবর দেন। এই চারজনই থাকতেন লাউডিয়াম স্টেডিয়াম লাগোয়া কোয়ার্টারে। কেন যে এই খুন, তার তদন্ত শুরু করেছে পুলিস। কিন্তু, এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না তাঁরা। ক্রিকেট সাউথ আফ্রিকার সিইও হারুন লর্গ্যাট বলেছেন, 'এই ঘটনায় গোটা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে।'

আরও পড়ুন  প্যারিসে নেইমার ঝলক, ৫-০ গোলে জিতল পিএসজি

.