২০২২ সালের অক্টোবরে ভারতেই অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপ: FIFA

 ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ ছেলেদের বিশ্বকাপ সফল ভাবে আয়োজন করেছিল ভারত

Updated By: May 21, 2021, 02:26 PM IST
২০২২ সালের অক্টোবরে ভারতেই অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপ: FIFA

নিজস্ব প্রতিনিধি: ২০২০ সালের পর চলতি বছরেও করোনা (COVID-19) বিধ্বস্ত ভারত। পরপর দু'বার এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আয়োজন করা যায়নি অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপ (FIFA U-17 Women's World Cup)। ফিফা (FIFA) কাউন্সিল বিবৃতি দিয়ে জানিয়ে দিল যে, ২০২২ সালের অক্টোবরে (১১-৩০) ভারতেই বসবে বিশ্বকাপের এই আসর। পরের বছর অগাস্টে কোস্টা রিকায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ মহিলাদের বিশ্বকাপ। তারও আগে জুনে ১৪ দলীয় প্লে-অফ ভিত্তিকে ফিফা আরব কাপ  (FIFA Arab Cup) হবে।

আরও পড়ুন: Copa America 2021: রাজনৈতিক অস্থিরতায় কলম্বিয়া বাদ, মেসির দেশ একাই আয়োজন করবে টুর্নামেন্ট!

আগে থেকেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনের জন্য ভেন্যু নির্বাচন হয়ে গিয়েছিল। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন ছাড়াও ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম , গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম, আহমেদাবাদের একা এরিনা এবং নভি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়াম। এর আগে ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ ছেলেদের বিশ্বকাপ সফল ভাবে আয়োজন করেছিল ভারত। তারপর থেকেই ফিফা-র গুডবুকে উঠে এসেছে ভারত। সেবার ফাইনাল হয়েছিল কলকাতায়। তবে এবার এখনও পূর্ণাঙ্গ সূচি তৈরি হয়নি। ফলে বোঝা যাচ্ছে না উদ্বোধনী বা সমাপ্তি ম্যাচ হবে কোন শহরে!

.