নিজস্ব প্রতিবেদন: অবশেষে বিতর্কিত অ্যাওয়ে গোলের নিয়ম প্রত্যাহার করল উয়েফা (UEFA)। ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থার তরফে ঘোষণা করা হল, আসন্ন চ্যাম্পিয়নস লিগ (UEFA champions league) ও ইউরোপা লিগে (UEFA europa league) আর কার্যকর হবে না অ্যাওয়ে গোলের নিয়ম। তার বদলে দু'দলের গোল সমান হলে, ১৫ মিনিটের দুই অর্ধ করে মোট ৩০ মিনিট অতিরিক্ত সময় (Extra Time) খেলা হবে। এরপরেও খেলার মীমংসা না হলে, খেলা গড়াবে পেনাল্টি শুটআউটে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই অ্যাওয়ে গোল নিয়ে দীর্ঘদিন ধরেই ফুটবল সমর্থকদের মধ্যে অসন্তোষ ছিল। অবশেষে সমর্থকদের মনের কথা বুঝল ইউরোপ ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা (UEFA)। নিল কঠোর সিদ্ধান্ত। এই বিষয়ে উয়েফা (UEFA) প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন বলেন, “এই নিয়ম নিয়ে হোম টিমগুলিকে আতঙ্কে থাকত। কারণ আক্রমণে গেলে গোল খাওয়ার ভয় থাকত তাঁদের মনে।” 


আরও পড়ুন: UEFA EURO 2020: Ronaldo তাঁর রেকর্ডে ভাগ বসিয়েছেন! উচ্ছ্বসিত Ali Daei করলেন ভূয়সী প্রশংসা


আরও পড়ুন: CR7: অ্যালেসান্দ্রা থেকে বিপাশা, প্রিয়াঙ্কা, রোনাল্ডোয় মজে সবাই