নিশ্চিত ৬ বাঁচিয়ে অবিশ্বাস্য সেভ পুরানের, চর্চা শুরু ক্রিকেটমহলে
সচিন তেন্ডুলকরের টুইট, "আমার জীবনে দেখা এটাই সেরা সেভ। এককথায় অবিশ্বাস্য।" বীরেন্দ্র সেওয়াগ টুইটে লেখেন, "মাধ্যাকর্ষণ নামক শব্দকেই ভুলিয়ে দিল।"
নিজস্ব প্রতিনিধি: এটাই কি আইপিএলের সেরা সেভ? রবিবার রাতে রাজস্থান রয়্যালস বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচে নিকোলাস পুরানের অবিশ্বাস্য সেভ দেখে চর্চা শুরু হয়ে গিয়েছে ক্রিকেটমহলে। সঞ্জু স্যামসনের নেওয়া শটটা নিশ্চিতভাবে বাউন্ডারি লাইন পার করছিল। ডিপ মিড উইকেটে ফিল্ডিং করছিলেন কিংস ইলেভেন পঞ্জাবের ক্যারিবিয়ান ক্রিকেটার নিকোলাস পুরান। বলটাকে বাউন্ডারি লাইনের বাইরে যেতে দেখেই নিজের শরীরটাকে শূন্যে ভাসিয়ে দেন পুরান। বাউন্ডারি লাইনের বাইরে শূন্যে ভাসা অবস্থাতেই বলটাকে ধরে আবার বাউন্ডারি লাইনের ভিতরে ঠেলে দেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। সেই সময় মাটি থেকে ৪.১ ফুট উপরে ছিলেন পুরান।
নিকোলাস পুরানের এই অবিশ্বাস্য সেভ দেখে অবাক হয়ে যান কিংস ইলেভেন পঞ্জাবের ফিল্ডিং কোচ জন্টি রোডস। বিশ্ব ক্রিকেটের ফিল্ডিং আইকনও নিজের ক্রিকেটজীবনে কখনও এরকম সেভ করেননি। পুরানের অবিশ্বাস্য সেভ দেখে স্ট্যান্ডিং অভিয়েশন দিয়ে তাকে সম্মান জানান জন্টি রোডস। নিশ্চিত ৬ রানের বদলে ২ রান নিতে হয় স্যামসনকে। দলের হয়ে মূল্যবান ৪ রান বাঁচান পুরান।
আরও পড়ুন- আইপিএলে রাতারাতি নায়ক তেওয়াটিয়া, ১ ওভারে মারলেন ৫টি ছয়
নিকোলাস পুরানের অবিশ্বাস্য সেভ দেখে সচিন তেন্ডুলকরের টুইট, "আমার জীবনে দেখা এটাই সেরা সেভ। এককথায় অবিশ্বাস্য।" বীরেন্দ্র সেওয়াগ টুইটে লেখেন, "মাধ্যাকর্ষণ নামক শব্দকেই ভুলিয়ে দিল। কিভাবে হতে পারে এটা। মাধ্যাকর্ষণ শক্তিকে বুড়ো আঙুল দেখালেন পুরান। দারুন সেভ।"
তবে পুরানের এই অবিশ্বাস্য সেভ অবশ্য শেষ পর্যন্ত কাজে দেয়নি। রাহুল তেওয়াটিয়ার বিধ্বংসী ইনিংস ম্যাচের সমস্ত হিসেব নিকেষ পাল্টে দেয়। ২২৪ রান তাড়া করে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। ৪ উইকেটে হারায় কিংস ইলেভেন পঞ্জাবকে।