স্পেনকে গোলের মালা পরিয়ে যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড
নিজস্ব প্রতিবেদন: পাসিং, আক্রমণ ও গতি- যুবভারতীর সবুজ গালিচায় যুব বিশ্বকাপের ফাইনাল কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে চিরস্মরণীয় করে রাখল ইংল্যান্ডে। ২ গোলে পিছিয়ে থেকেও স্প্যানিশদের গোলের মালা পরাল ব্রিটিশ সিংহরা। স্পেনকে ৫-২ গোলে চুরমার করে এবারের যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
That feeling when you bag a brace in the @PhilFoden pic.twitter.com/zGSNQM0XWn
— #FIFAU17WC(@FIFAcom) October 28, 2017
#FIFAU17WC
FINAL - KOLKATA
England 5-2 @England come from two goals down to win pic.twitter.com/Vgbq7z3bh1— #FIFAU17WC(@FIFAcom) October 28, 2017
ভারতীয় ফুটবলের মক্কায় শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণের ঝড়। ১০ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন সার্জিও গোমেজ। এরপর ১৮ মিনিটে সহজ গোলের সুযোগ নষ্ট করে ইংল্যান্ড। ২২ মিনিটে আবারও সুযোগ নষ্ট। ৩১ মিনিটে আবার গোল করে স্পেনকে এগিয়ে দেন গোমেজ। তখন মনে হচ্ছিল ইংল্যান্ডের দিনটা বোধহয় নয়। তবে ফুটবল অনিশ্চয়তার খেলা। ৪৪ মিনিটে গোল করে ব্যবধান কমান ব্রিউস্টার। স্পেনকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন। দ্বিতীয়ার্ধে স্পেন হজম করল চার-চারটি গোল। জোড়া গোল করলেন ইংল্যান্ডের ফোডেন। একটি করে গোল করেন মার্ক গুই এবং ব্রিউস্টার।
আরও পড়ুন, মালিকে জোড়া গোল দিয়ে তৃতীয় স্থানে ব্রাজিল