Union Budget 2023: ক্রীড়া বাজেটে ইতিহাস গড়ল মোদী সরকার! কোন খেলায় কত টাকা বরাদ্দ হল?
৩২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনের জন্য। একই পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে ন্যাশনাল সার্ভিস স্কিমের জন্যও। ন্যাশনাল স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছর আয়োজিত হবে এশিয়ান গেমস (Asian Games 2023)। ২০২৪ সালে আবার প্যারিস অলিম্পিক্স (Parris Olympics 2023)। এর প্রস্তুতির জন্য ভারতীয় অ্যাথলিটদের পাঠাতে হবে বিদেশে। এই দুই ক্ষেত্রেই আরও বেশি পদকে চোখ রাখছেন অ্যাথলিটরা। এই দুই মেগা প্রতিযোগিতার পাশাপাশি থাকছে নানা খেলার বিশ্ব মিট। সব মিলিয়ে ক্রীড়া খাতে বাজেট বাড়ানো হল ৭০০ কোটিরও বেশি। গত বছর কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2022) খেলার জন্য ধার্য করা হয়েছিল তিন হাজার কোটি টাকার মতো। অ্যাথলিটদের বিদেশে ট্রেনিং, পরিকাঠানোর উন্নয়ন, বিদেশি কোচ— এ সবে ফোকাস রাখা হয়েছিল। তবে এবার একাধিক প্রতিযোগিতার জন্য কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2023 Sports) বাড়ানো হল অর্থ। এমনটাই জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)।
বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, "ক্রীড়াক্ষেত্রে ৩৩৯৩ কোটি ৩২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, যা এখনও পর্যন্ত সর্বাধিক। গত বারের বাজেটের তুলনায় ৭০০ কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে।"
এই বরাদ্দের মধ্যে সব থেকে বেশি ১০৪৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে খেলো ইন্ডিয়ার জন্য। দেশের তরুণ ক্রীড়াবিদদের সুযোগ দেওয়ার জন্য প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে আরও বেশি নজর দিচ্ছে কেন্দ্র। ৭৮৫ কোটি ৫২ লক্ষ টাকা দেওয়া হবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-কে। দেশের বিভিন্ন খেলায় কোচ নিয়োগ, ক্রীড়াবিদদের সরঞ্জাম, পরিকাঠামোর দিকে নজর রাখে এই সংস্থা।
৩২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনের জন্য। একই পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে ন্যাশনাল সার্ভিস স্কিমের জন্যও। ন্যাশনাল স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
ক্রীড়াক্ষেত্রে বিজ্ঞানের গুরুত্বের দিকেও নজর দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। নজর দেওয়া হয়েছে ক্রীড়াবিদদের স্বাস্থ্যের দিকেও। ন্যাশনাল সেন্টার অফ স্পোর্টস সায়েন্স অ্যান্ড রিসার্চের জন্য ১৩ কোটি, ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির জন্য ২১ কোটি ৭৩ লক্ষ এবং ন্যাশনাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির জন্য ১৯ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।