ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর, ভারতে আনলক ফোর-এ শুরু হচ্ছে খেলা, থাকতে পারবেন দর্শকরাও
তবে তার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে। নিয়ম মেনে মাঠে দর্শকরাও প্রবেশ করতে পারবেন।
নিজস্ব প্রতিবেদন: সুখবর!! আনলক-ফোরে ভারতে শুরু হতে চলেছে খেলাধুলা। কেন্দ্রীয় সরকার আনলক-ফোর-এ যে নতুন নির্দেশিকা জারি করেছে তাতে খুলে যাচ্ছে ক্রীড়াক্ষেত্র। ফুটবল-ক্রিকেট অন্যান্য খেলাধুলা এবার শুরু করা যাবে দেশে। তবে তার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে। নিয়ম মেনে মাঠে দর্শকরাও প্রবেশ করতে পারবেন।
২১ সেপ্টেম্বর থেকে জারি হবে নতুন নির্দেশিকা। একশো জন দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন। সেপ্টেম্বরের শেষে দ্বিতীয় ডিভিশন আই লিগ শুরু করার ভাবনা চিন্তা ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। এবার কলকাতায় বসছে আই লিগ দ্বিতীয় ডিভিশনের আসর। ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে মহমেডান স্পোর্টিং। এবার কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় স্বাভাবিকভাবেই স্বস্তি পেল এআইএফএফ। তবে দর্শকদের জন্য থাকছে বেশ কিছু নির্দেশিকা এবং সতর্কবার্তা।
প্রয়োজনীয় সামাজিক দূরত্ব মেনে, সমর্থকদের মুখে অবশ্যই থাকবে মাস্ক। ব্যবহার করতে হবে স্যানিটাইজারও।
আরও পড়ুন - ভারত-ইংল্যান্ড সিরিজের ঢাকে কাঠি; কোহলিকে বিরাট চ্যালেঞ্জ অ্যান্ডারসনের!