বিদ্যুৎস্পৃষ্ট বেঙ্গালুরু, যুবরাজের সঙ্গে ক্রিকেট যুদ্ধে ভারতে এলেন বোল্ট

ভারতে এলেন উসেইন বোল্ট। তবে প্রথমবারের ভারত সফরে কিন্তু ট্র্যাকে তাঁর বিদ্যুৎগতির ঝলক দেখা যাবে না, বরং ক্রিকেটের ২২ গজে ব্যাট হাতে যুবরাজ সিংয়ের সঙ্গে যুদ্ধে মাততে দেখা যাবে তাঁকে।

Updated By: Sep 2, 2014, 02:21 PM IST
 বিদ্যুৎস্পৃষ্ট বেঙ্গালুরু, যুবরাজের সঙ্গে ক্রিকেট যুদ্ধে ভারতে এলেন বোল্ট

বেঙ্গালুরু: ভারতে এলেন উসেইন বোল্ট। তবে প্রথমবারের ভারত সফরে কিন্তু ট্র্যাকে তাঁর বিদ্যুৎগতির ঝলক দেখা যাবে না, বরং ক্রিকেটের ২২ গজে ব্যাট হাতে যুবরাজ সিংয়ের সঙ্গে যুদ্ধে মাততে দেখা যাবে তাঁকে।

বেঙ্গালুরুতে একটি সেভেন-এ-সাইড প্রদর্শনী ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করবেন বোল্ট। তাঁর বিরুদ্ধে টিমে খেলতে নামবেন এ দেশের বাঘা বাঘা কিছু ক্রিকেটার। চার ওভারের এই ম্যাচে বোল্টের টিমে আছেব ভারতের স্পিন এক্সপার্ট হরভজন সিং। অন্যদিকে বোল্টের বিপরীত টিমে যুবরাজ সিংয়ের নেতৃত্বে খেলবেন জাহির খান।

মঙ্গলবার বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে 'Bolt and Yuvi – Battle of the Legends' দেখার জন্য উদগ্রীব সারা দেশ।

বোল্ট ও যুবরাজ দু'জনেই বহুজাতিক সংস্থা পুমার অ্যাম্বাসাডর।  পুমাই এই ম্যাচের আয়োজক।

পুরো ম্যাচটির হোস্ট হিসেবে থাকবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা। বোল্ট ও যুবরাজ নিজেদের টিমের ব্যাটিংয়ের সময় টানা চার ওভারই ক্রিজে থাকবেন। একবার করে কোনও ব্যাটসম্যান আউট হলে তাদের টিমের চার রান করে কাটা যাবে।

ছ'টি অলিম্পিক সোনার মেডেলের অধিকারী 'বিদ্যুৎ' বোল্ট ক্রিকেটের বিশাল ভক্ত। এর আগে তিনি আইপিএল-এ খেলতে চেয়েছিলেন।

 

.