১০০-এর পর ২০০ মিটারেও সোনা জিতলেন বিশ্বের দ্রুততম পুরুষ উসেইন বোল্ট
একশোর পর দুশো মিটারেও সোনা জিতলেন বিশ্বের দ্রুততম পুরুষ উসেইন বোল্ট। শুক্রবার ভোরে রিও অলিম্পিকে নিজের দ্বিতীয় সোনাটি জিতে নেন জামাইকান এই স্প্রিন্টার। দুশো মিটারের বাধা পেরোতে বোল্ট সময় নেন উনিশ দশমিক সাত আট সেকেন্ড। একশো মিটারের মতই দুশো মিটারেও পরপর তিনটে অলিম্পিকে সোনা জিতে অনন্য নজির সৃষ্টি করলেন তিনি।
![১০০-এর পর ২০০ মিটারেও সোনা জিতলেন বিশ্বের দ্রুততম পুরুষ উসেইন বোল্ট ১০০-এর পর ২০০ মিটারেও সোনা জিতলেন বিশ্বের দ্রুততম পুরুষ উসেইন বোল্ট](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/08/19/63641-bolt19-8-16.jpg)
ওয়েব ডেস্ক: একশোর পর দুশো মিটারেও সোনা জিতলেন বিশ্বের দ্রুততম পুরুষ উসেইন বোল্ট। শুক্রবার ভোরে রিও অলিম্পিকে নিজের দ্বিতীয় সোনাটি জিতে নেন জামাইকান এই স্প্রিন্টার। দুশো মিটারের বাধা পেরোতে বোল্ট সময় নেন উনিশ দশমিক সাত আট সেকেন্ড। একশো মিটারের মতই দুশো মিটারেও পরপর তিনটে অলিম্পিকে সোনা জিতে অনন্য নজির সৃষ্টি করলেন তিনি।
আরও পড়ুন বন্ধুত্বের দাম দশটা টাকা
রিওতে জামাইকার হয়ে রিলে রেসে নামবেন বোল্ট। সেখানে সোনা জিতে অবিশ্বাস্য কীর্তি গড়ার হাতছানি বিশ্বের দ্রুততম পুরুষের সামনে। এখন পর্যন্ত অলিম্পিকে যতগুলো ইভেন্টে নেমেছেন,সবকটাতেই সোনা জিতেছেন তিনি।