সেনাবাহিনী ছাড়ার কথা কোনদিন বলিনি: বিজয় কুমার

নিজের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রী সরে এসে ভারতীয় সেনাবাহিনী ছেড়ে দেওয়ার কথা উড়িয়ে দিলেন বিজয় কুমার। অলিম্পিকে ভারতরে রুপো জয়ী এই শুটার গোটা ঘটনাটিকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

Updated By: Aug 16, 2012, 11:11 PM IST

নিজের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রী সরে এসে ভারতীয় সেনাবাহিনী ছেড়ে দেওয়ার কথা উড়িয়ে দিলেন বিজয় কুমার। অলিম্পিকে ভারতরে রুপো জয়ী এই শুটার গোটা ঘটনাটিকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
অলিম্পিকে রুপো জিতে ভারতে ফিরে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন শুটার বিজয় কুমার। অলিম্পিকের আগে তাঁকে স্বীকৃতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। এমনকী সেই সময় ভারতীয় সেনাবাহিনী ছেড়ে দেওয়ারও হুমকি দিয়েছিলেন বিজয়। তিনি জানিয়েছিলেন গত ৬ বছর ধরে ভাল পারফর্ম করা সত্বেও তাঁকে সেনার পক্ষ থেকে কোন পদোন্নতি দেওয়া হয়নি। কিন্তু বৃহস্পতিবার বিজয় জানান তিনি কোন দিন সেনাবাহিনী ছেড়ে যাওয়ার কথা বলেননি।
এদিনই সেনাবাহিনীর পক্ষ থেকে বিজয় কুমারের পদোন্নতির কথা ঘোষণা করা হয়। বিজয় সুবেদার পদ থেকে সুবেদার মেজর পদে উন্নিত হয়েছেন। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে বিজয়কে ৩০ লক্ষ টাকার পুরস্কারও দেওয়া হয়েছে।

.