ওয়েব ডেস্ক: এবারের রিও অলিম্পিকে এখনও পর্যন্ত কোনও পদক পায়নি ভারত। তবে, এবার পদকের খুব কাছে চলে এলেন ভারতীয় বক্সার বিকাশ কৃষ্ণন। তুরস্কের সিপাল ওন্দারকে হেলায় হারিয়ে শেষ আটে জায়গা করে নিলেন তিনি। রীতিমত দাপট দেখিয়ে ভারতের এই বক্সার ৩-০ব্যবধানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বলিউডের ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর নায়িকার আবির্ভাব!


রিওতে ৭৫ কেজি মিডলওয়েট বক্সিং-এ প্রথম থেকেই বিকাশের ওপর প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশারই মর্যাদা রাখলেন তিনি। আর একটি ম্যাচ জিততে পারলেই পদক জয় নিশ্চিত করে ফেলবেন বিকাশ। কোয়ার্টার ফাইনালে বিকাশের প্রতিপক্ষ উজবেকিস্তানের বেকতেমির মেলিকুজেভ।


আরও পড়ুন  বড়বাজারের একটি গোডাউন থেকে উদ্ধার হল ৬৫ কেজি সোনা!