নিজস্ব প্রতিবেদন:  সারা দেশ জানতে চায়। আপনাকে বলতেই হবে বিরাট। সত্যিটা এবার আপনাকে জানাতেই হবে। এক ঘর সাংবাদিকের সামনে কার্যত বাধ্য হয়েই জবাব দিলেন ভারত অধিনায়ক। আপনি কি দাড়ির বিমা করিয়েছেন? বিরাটের উত্তর, ‘হ্যাঁ’। তিনি বিমা করিয়েছেন তবে দাড়ির নয় গাড়ির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মেসিকে ছোঁয়ার দিনেই সুনীলের পোস্টে হৃদয় ছুঁয়ে গেল


সম্প্রতি, একটি ট্রিমার প্রস্তুতকারি সংস্থার বিজ্ঞাপনে এই সংলাপই শোনা গিয়েছে বিরাট কোহলির মুখে। ওই সংস্থা-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিরাটকে নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছিল তা  বিজ্ঞাপনেই নস্যাত্ করে দিয়েছেন তিনি। দাড়ি-তে বিমা করিয়েছেন! এই বিতর্কে জল ঢেলে বিরাট জানিয়ে দেন, স্টাইলের জন্য কোনও বিমা তিনি করাবেন না।


আরও পড়ুন- মেসিকে স্পর্শ করলেন সুনীল


যদিও দাড়ি নিয়ে এর আগেও খবরের শিরোনামে এসেছেন ক্রিকেট সেনসেশন। ‘বিয়ার্ড’ ট্রেন্ডের সঙ্গে ‘ব্রেক-আপ’ করে যখন ম্যান ইন ব্লু নতুন মেক ওভারে মেতেছে, তখনও কিন্তু নিজের দাড়ির ঐতিহ্য ধরে রেখেছেন বিরাট। চুলে কাটছাঁট চললেও দাড়িতে কাঁচি ছোঁয়াতে দেননি ভারত অধিনায়ক। শোনা যায়, অনুষ্কা নাকি বিরাটের বিয়ার্ড-এ ফিদা। অগত্যা, সময়ে-সময়ে স্টাইল বদলালেও  দাড়িতে সাবেকিয়ানাই ধরে রেখেছেন ‘জোরু কা গোলাম’।