নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপে গ্রুপ লিগের শেষ দিনে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারায় ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়াকে, দক্ষিণ আফ্রিকা ১০ রানে হারাতেই পয়েন্ট টেবিলে এক নম্বর দল হয়ে যায় ভারত। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে টিম ইন্ডিয়া। ১৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে থেকে যায় অস্ট্রেলিয়া। অন্যদিকে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ইংল্যান্ড আর ১১ পয়েন্ট নিয়ে চার নম্বরে শেষ করে নিউ জিল্যান্ড। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, সেমি ফাইনালে এক নম্বর দলের মুখোমুখি হবে চার নম্বর দল, আর অন্য সেমি ফাইনালে দুই নম্বর দলের মুখোমুখি হবে তিন নম্বর দল। যার অর্থ বিশ্বকাপের দুটি সেমিফাইনালের সূচি হল ৯জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে ভারত বনাম নিউ জিল্যান্ড এবং ১১জুলাই অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই নিয়ে আট বার বিশ্বকাপের সেমি ফাইনালে উঠল নিউ জিল্যান্ড। অন্যদিকে সপ্তমবার বিশ্বকাপের শেষ চারে খেলবে ভারত। ৯ জুলাই প্রথম সেমি ফাইনালে ওল্ড ট্র্যাফোর্ডে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের মুখোমুখি কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউ জিল্যান্ড। ঠিক এগারো বছর আগে ২০০৮ সালে এমনই বিশ্বকাপের সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিলেন বিরাট কোহলি এবং কেন উইলিয়ামসন। ২০০৮ সালে অনূর্ধ্ব১৯ বিশ্বকাপের সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউ জিল্যান্ড। ঘটনাচক্রে ১১ বছর আগে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের নেতৃত্বে ছিলেন বিরাট কোহলি। আর অনূর্ধ্ব ১৯ নিউ জিল্যান্ড দলের অধিনায়ক ছিলেন এই কেন উইলিয়ামসন। সেই বিশ্বকাপে বিরাট-কেন ছাড়াও রবীন্দ্র জাদেজা, ট্রেন্ট বোল্ট, টিম সাউদিরা ২০১৯ বিশ্বকাপে খেলছেন।



২০০৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমি ফাইনালে ভারত-নিউ জিল্যান্ড ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেন বিরাট কোহলি। ১১ বছর আগের সেমি ফাইনালে বিরাটের বলেই আউট হয়েছিলেন কেন উইলিয়ামসন।  সেদিন ব্ল্যাক ক্যাপসদের ৩ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে বিরাটের নেতৃত্বাধীন মেন ইন ব্লুজরা। ম্যাচের সেরা হয়েছিলেন বিরাট কোহলি। ১১ বছর আগের কুয়ালালামপুরের সেই স্মৃতি কি ফিরে আসবে যখন মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে টস করতে যাবেন কেন উইলিয়ামসন এবং বিরাট কোহলি! বিলেতে সেই ম্যাচের অ্যাকশন রিপ্লে কি হবে?  উত্তরের অপেক্ষায় মঙ্গলবারের ওল্ড ট্র্যাফোর্ড। 


আরও পড়ুন - ICC World Cup 2019: কে জিতবে বিশ্বকাপ? জানিয়ে দিলেন প্রোটিয়া ও লঙ্কা অধিনায়ক


প্রসঙ্গত, চলতি বিশ্বকাপে গ্রুপ লিগে ভারত বনাম নিউ জিল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। আর বিশ্বকাপ শুরুর আগে ওয়ার্ম-আপ ম্যাচে ভারতকে হারায় নিউ জিল্যান্ড। এবার শেষ চারে ব্লু ব্রিগেডের সামনে ব্ল্যাক ক্যাপসরা।