ICC World Cup 2019: কে জিতবে বিশ্বকাপ? জানিয়ে দিলেন প্রোটিয়া ও লঙ্কা অধিনায়ক

১৪ জুলাই লর্ডসে বিশ্বকাপের মেগা ফাইনাল।

Updated By: Jul 7, 2019, 04:06 PM IST
ICC World Cup 2019: কে জিতবে বিশ্বকাপ? জানিয়ে দিলেন প্রোটিয়া ও লঙ্কা অধিনায়ক

নিজস্ব প্রতিবেদন :  বিশ্বকাপে গ্রুপ লিগের শেষ দিনে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারায় ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে ভারতকে যেন উপহার তুলে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার প্রথম সেমি ফাইনালে ভারতের সামনে নিউ জিল্যান্ড। অন্যদিকে বৃহস্পতিবার দ্বিতীয় সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে ইংল্যান্ড। ১৪ জুলাই লর্ডসে বিশ্বকাপের মেগা ফাইনাল। শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে ভারতকে সম্ভাব্য চ্যাম্পিয়ন বললেও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছেন।

শনিবার ম্যাচ শেষ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসি জানান, " আমার মতে অস্ট্রেলিয়া এবং ভারত দুই দলই সময়ে সময়ে নিজেদের প্রমাণ করেছে। ফাইনালে হয়তো মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়াই। কিন্তু বড় ম্যাচে অস্ট্রেলিয়াই জিতবে। অস্ট্রেলিয়ার ইতিহাস যদি দেখা হয়, তাহলে দেখতে পাওয়া যাবে বিশ্বকাপে তাদের সাফল্যই সব বলে দিচ্ছে। তাদের মতো এতবার বিশ্বকাপ কেউ এখনও জেতেনি।"

আরও পড়ুন - ICC World Cup 2019:হেডিংলেতে ভারত বিরোধী ব্যানার ঝুলিয়ে বিমানের চক্কর! ICC-কে চিঠি দিল BCCI

অন্যদিকে শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নে জানান, " আমার মতে এবার বিশ্বকাপ জেতার সুবর্ন সুযোগ রয়েছে ভারতের। আমার মতে ম্যাচের দিনে কোনও দল ভারতের থেকে ভালো কিছু করতে পারলে তবেই তারা ট্রফি জিততে পারবে। ভারতের এমন সাফল্যের জন্য ঘরোয়া ক্রিকেটের ফরম্যাটই আসল রহস্য। বিশেষ করে আইপিএল। জাতীয় দল গঠনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেয়।"

.