বিরাট এবং অনুষ্কা বিয়ে করছেন আগামী ডিসেম্বরেই

Updated By: Oct 24, 2017, 04:36 PM IST
বিরাট এবং অনুষ্কা বিয়ে করছেন আগামী ডিসেম্বরেই

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মার প্রেম নিয়ে এ দেশের আমজনতার কৌতুহল কম নয়। দু'জন একসঙ্গে কোথাও গেলেই বা সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি পোস্ট করলেই, সেই খবর জানতে হামলে পড়ে জনতা। অনেক সময়ই সাংবাদিকরা দু'জনকে জিজ্ঞাসা করেছেন যে, তাঁরা বিয়েটা কবে সারছেন? কিন্তু কোনও উত্তর সেভাবে পাওয়া যায়নি কারও কাছ থেকেই। 'দ্য নিউ ইন্ডিয়া এক্সপ্রেস'-এর খবর অনুযায়ী, আগামী ডিসেম্বরেই নাকি বিয়ে করছেন বিরাট এবং অনুষ্কা। এই খবর নিয়ে জল্পনা আরও বাড়ছে। তার কারণ, সম্প্রতি বিরাট নিজেই বিসিসিআইয়ের কাছে বিশ্রামের আবেদন করেছেন বলে।

আরও পড়ুন দলে কোনও মুসলিম ক্রিকেটার নেই কেন? মুখের মতো জবাব ভাজ্জির

প্রসঙ্গত, বিরাট এবং অনুষ্কা কিছুদিন আগেই একসঙ্গে একটি বিজ্ঞাপনের শুটিং করে খবরের শিরোনামে এসেছিলেন। ইউটিউবে লাখো লোক দেখেছেন সেই বিজ্ঞাপন। যদি, সত্যিই দু'জনে বিয়েটা আগামী ডিসেম্বরেই সেরে ফেলেন, তাহলে শ্রীলঙ্কা সিরিজে পাওয়া যাবে না তাঁকে। এখন দেখার যে, দেশের এই সেলিব্রেটি জুড়ি অবেশেষে বছরের শেষেই সাতপাকে বাঁধা পড়েন কিনা।

আরও পড়ুন  মেসি, নেইমারকে অনেক পিছনে ফেলে ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন রোনাল্ডো

.