নিজস্ব প্রতিবেদন:  ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) শুরু চার টেস্টের বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম ম্যাচ। অ্যাডিলেড ওভালে গোলাপি বলে দিন-রাতের টেস্ট  (Day/Night Test) খেলার পর পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ফলে সিরিজের বাকি তিনটি টেস্টে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন আজিঙ্কে রাহানে (Ajinkya Rahane)। রাহানের নেতৃত্ব নিয়ে আত্মবিশ্বাসী ক্যাপ্টেন কোহলি (Virat Kohli)।  বলে দিলেন, তাঁর অনুপস্থিতিতে দলকে দারুণভাবে এগিয়ে নিয়ে যাবে রাহানে।


আরও পড়ুন- Australia vs India, 1st Test: পিঙ্ক টেস্টের প্রথম একাদশ ঘোষণা Team India-র, দলে Wriddhiman Saha না Rishabh Pant?


বিরাট কোহলির (Virat Kohli) অনুপস্থিতিতে আজিঙ্কে রাহানের (Ajinkya Rahane) উপর কোনও চাপ পড়বেনা বলে আগেই জানিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। অ্যাডিলেডে প্রথম টেস্টে মাঠে নামার আগে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli) বলে দিলেন ....


 




"প্রথম কথা হল আমাদের দুজনের একে অপরের প্রতি অসম্ভব শ্রদ্ধা রয়েছে। আমাদের দুজনের বেশ কয়েকটা ভাল পার্টনারশিপও রয়েছে। দুজন একসঙ্গে অনেকক্ষণ ব্যাটিং করেছি যেটা সম্পূর্ণভাবে বিশ্বাসের উপর দাঁড়িয়ে। আজিঙ্কে দুটো প্রস্তুতি ম্যাচেই দারুন নেতৃত্ব দিয়েছে। ওকে খুব সংগঠিত লেগেছে। আমাদের দলের শক্তি সম্পর্কে ও ওয়াকিবহাল। সাধারণভাবে আমরা যে ক্রিকেটটা খেলে থাকি সেটা হল সম্মিলিতভাবে সবাই মিলে একটা দল হিসেবে করে থাকি। .... তাই আমার মনে হয় আমার অনুপস্থিতিতে ও দুরন্ত কাজ করবে। তবে যতদিন আমি রয়েছি এখানে (অস্ট্রেলিয়া) ততদিন ব্যাটসম্যান, অধিনায়ক হিসেবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। তারপর থেকে আজিঙ্কে আশা করি খুব ভাল ভাবে দলকে এগিয়ে নিয়ে যাবে। ব্যক্তিগত পারফরমেন্সের পাশাপাশি অধিনায়ক হিসেবেও ও খুব ভাল কাজ করবে। আসলে লক্ষ্য আমাদের সবারই এক। ভাল পারফরম্যান্সের মধ্যে দিয়ে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করা। আর সিরিজ জেতা।"


 
প্রসঙ্গত এর আগেও দুটি টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন রাহানে (Ajinkya Rahane)। একটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, অন্যটি আফগানিস্তানের বিরুদ্ধে। দুটি টেস্টেই জিতেছিলেন তিনি। অর্থাৎ টেস্ট অধিনায়ক হিসাবে একশো শতাংশ জয়ের রেকর্ড রয়েছে রাহানের। এবার অস্ট্রেলিয়াতে প্রস্তুতি ম্যাচ দু'টিতেও ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন রাহানে (Ajinkya Rahane)।



আরও পড়ুন- Dhyan Chand Biopic: বড় পর্দায় হকির জাদুকর কিংবদন্তি Dhyan Chand-এর বায়োপিক