আমাদের আর কিছু করার নেই, টেন্টব্রিজের জয় কেরলের বানভাসিদের উত্সর্গ করে বললেন কোহলি

টেন্টব্রিজে ভারতের জয় কেরলে বন্যাবিধ্বস্তদের উদ্দেশে উত্সর্গ করলেন বিরাট কোহলি। বুধবার ম্যাচের পর সাংবাদিক বৈঠকে কোহলি বলেন, 'এই জয়কে আমরা কেরলের মানুষের জন্য উত্সর্গ করছি। তাদের জন্য আমরা এটুকুই করতে পারি।'

Updated By: Aug 22, 2018, 05:30 PM IST
আমাদের আর কিছু করার নেই, টেন্টব্রিজের জয় কেরলের বানভাসিদের উত্সর্গ করে বললেন কোহলি

নিজস্ব প্রতিবেদন: টেন্টব্রিজে ভারতের জয় কেরলে বন্যাবিধ্বস্তদের উদ্দেশে উত্সর্গ করলেন বিরাট কোহলি। বুধবার ম্যাচের পর সাংবাদিক বৈঠকে কোহলি বলেন, 'এই জয়কে আমরা কেরলের মানুষের জন্য উত্সর্গ করছি। তাদের জন্য আমরা এটুকুই করতে পারি।'

বুধবার টেন্টব্রিজ টেস্টের ৫ পঞ্চম দিনে ইংল্যান্ডকে ২০৩ রানে হারায় ভারত। এই জয়ের পরেও ৫ ম্যাচের সিরিজে ১-২ ফলে পিছিয়ে কোহলি ব্রিগেড। প্রথম ২ ম্যাচে হারের পর এই ম্যাচে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে টিম ইন্ডিয়া। ব্যাট হাতে একাই বাজিমাত করেন অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ইনিংয়ে অল্পের জন্য শতরান হাতছাড়া করার পর (৯৭) দ্বিতীয় ইনিংসে শতরান করেন তিনি (১০৩)। এদিন কোহলি বলেন, 'এই জয়টা আমাদের খুব দরকার ছিল। সমস্ত বিভাগেই আমরা নিখুঁত ভাবে খেলেছি। কারও মনে কোনও উদ্বেগ ছিল না।' 

ইংল্যান্ডে কোহলির নেতৃত্বে প্রথম টেস্ট জিতল ভারত

এদিনের সাংবাদিক বৈঠকে ব্যাটসম্যানদের পারফর্মেন্সের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন কোহলি। কোহলির কথায়, আমরা বড় রান করতে পেরেছি বলেই চাপ তৈরি করতে পেরেছি। বোলাররাও ভাল করেছে। চোট নিয়ে অশ্বিনও দারুন খেলেছে। বোলাররা আবার ২০ উইকেট তুলে নিতে তৈরি ছিল। ব্যাটসম্যানরাও তাদের সঙ্গে যোগ্য সঙ্গত করেছেন। ফলে বোলাররাও নিজেদের ১০০ শতাংশ দিতে পেরেছন।' 

টেন্টব্রিজে হাজির থেকে গোটা দলকে উত্সাহিত করার জন্য স্ত্রী অনুষ্কা শর্মাকেও ধন্যবাদ জানিয়েছেন কোহলি। 

গত কয়েক সপ্তাহে টানা বর্ষণে বিপর্যস্ত কেরলের বিস্তীর্ণ এলাকা। এখনো পর্যন্ত বন্যায় ৩৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। লক্ষ লক্ষ মানুষ রয়েছেন ত্রাণ শিবিরে। কেন্দ্রীয় ও রাজ্য সরকার ছাড়াও কেরলের বন্যাত্রাণে কোমর বেঁধে নেমে পড়েছে বিভিন্ন বেসরকারি সংগঠন। প্রাণ হাতে নিয়ে মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনা, এনডিআরএফ সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী। 

আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের দলগত ফাইনাল থেকে সরে দাঁড়ালেন দীপা কর্মকার
 
কেরলের জন্য এখনো পর্যন্ত ৬০০ কোটি টাকা ত্রাণ ঘোষণা করেছে মোদী সরকার। কেরলের বন্যাকে দেশের গুরুতর বিপর্যয় আখ্যা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ত্রাণ পাঠাচ্ছে বিভিন্ন রাজ্যও। এই পরিস্থিতিতে বিরাট কোহলির মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সত্যিই কি টেস্ট জয় উত্সর্গ করা করা ছাড়া আর কিছু করার ছিল না টিম ইন্ডিয়ার?

.