Virat Kohli, ENG vs IND : চাপে ভারত, জিমি ও কোহলির লড়াই দেখার অপেক্ষায় বিশ্ব ক্রিকেট

শুক্রবার টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বেন স্টোকস। ওপেন করতে নামেন চেতেশ্বর পূজারা ও শুভমন গিল। কিন্তু দলের রান ২৭ হতেই প্রথম ধাক্কা দিলেন অ্যান্ডারসন।  

Updated By: Jul 1, 2022, 05:21 PM IST
Virat Kohli, ENG vs IND : চাপে ভারত, জিমি ও কোহলির লড়াই দেখার অপেক্ষায় বিশ্ব ক্রিকেট
জিমি ও কোহলির লড়াই দেখার অপেক্ষায় বিশ্ব ক্রিকেট। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: স্যাঁতস্যাঁতে আবহাওয়া। বৃষ্টি হওয়ার তীব্র আশঙ্কা। এবং ভেজা বাইশ গজ। এমন পরিস্থিতিতে যা হওয়ার তাই হল। জেমস অ্যান্ডারসনের (James Anderson) সুইংয়ের ফাঁদে নাজেহাল টিম ইন্ডিয়া (Team India)। বৃষ্টির জন্য ম্যাচ বন্ধ থাকার আগে জিমির পেসে বিদ্ধ হয়ে ইতিমধ্যেই ৫৩ রানে ২ উইকেট হারিয়েছে ভারতীয় দল। এখন ভরসা বিরাট কোহলি। তবে শুধু ভরসা কেন! দুই মহাতারকার লড়াই দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া। 

James Anderson

শুক্রবার টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বেন স্টোকস (Ben Stokes)। ওপেন করতে নামেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Puajra) ও শুভমন গিল (Subhman Gill)। কিন্তু দলের রান ২৭ হতেই প্রথম ধাক্কা দিলেন অ্যান্ডারসন। তাঁর বাইরে যাওয়া ডেলিভারিতে অহেতুক খোঁচা লাগিয়ে উইকেট ছুঁড়ে দেন পঞ্জাব তনয়। ব্যক্তিগত ১৭ রানে ফিরে যান শুভমন। 

ধীর গতিতে ইনিংস গড়ার কাজে এরপর নেমে পড়েন পূজারা ও হনুমা বিহারী (Hanuma Vihari)। কিন্তু তাতে লাভ হল না। দলের স্কোরবোর্ডে যখন ৪৬ রান, তখন ফের ভারতকে ফের আঘাত দিলেন অভিজ্ঞ জিমি। দ্বিতীয় স্লিপে থাকা জ্যাক ক্রলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান পূজারা। ফলে লাঞ্চের আগে বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া।  

আরও পড়ুন: Krunal Pandya: ওয়ারউইকশায়ারে যোগ দিলেন হার্দিকের দাদা

আরও পড়ুন: Virat Kohli, ENG vs IND: 'কিং কোহলি'কে নিয়ে বড় মন্তব্য করলেন মাইকেল ভন, কী বললেন?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.