নীল জার্সিতে প্রথমবার টস করার আগে ধোনি, যুবির প্রশংসায় পঞ্চমুখ বিরাট

রবিবার দেশের নীল জার্সিতে ইংরেজদের বিরুদ্ধে প্রথমবার ক্যাপ্টেন হিসেবে টস করতে নামবেন ভারতের নতুন অধিনায়ক বিরাট কোহলি। তার আগে সাংবাদিক সম্মেলেন সদ্য প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং অভিজ্ঞ ক্রিকেটার যুবরাজ সিংকে দরাজ সার্টিফিকেট দিলেন বিরাট। সাংবাদিক সম্মেলনে ধোনি সম্পর্কে বিরাট বলেন, 'মাহিকে এখন আগের থেকে অনেক বেশি স্বাধীনভাবে খেলতে দেখা যাবে, আশা করছি। ওকে বড় শট নেওয়ার আগে দু'বার চিন্তা করতে হবে না। অনেক খোলা মনে ব্যাটিং করতে পারবে। ধোনি বিশ্বের অন্যতম সেরা বুদ্ধিমান ক্রিকেটার। যখনই দরকার পরবে, তখনই ওর থেকে পরামর্শ নেবো। আর আমার ক্ষেত্রে বলতে পারি, কিছুই পরিবর্তন হয়নি। শুধু টসটাই যা করতে যাবো। ড্রেসিংরুমের পরিবেশও দুর্দান্ত রয়েছে।'

Updated By: Jan 14, 2017, 02:54 PM IST
নীল জার্সিতে প্রথমবার টস করার আগে ধোনি, যুবির প্রশংসায় পঞ্চমুখ বিরাট

ওয়েব ডেস্ক: রবিবার দেশের নীল জার্সিতে ইংরেজদের বিরুদ্ধে প্রথমবার ক্যাপ্টেন হিসেবে টস করতে নামবেন ভারতের নতুন অধিনায়ক বিরাট কোহলি। তার আগে সাংবাদিক সম্মেলেন সদ্য প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং অভিজ্ঞ ক্রিকেটার যুবরাজ সিংকে দরাজ সার্টিফিকেট দিলেন বিরাট। সাংবাদিক সম্মেলনে ধোনি সম্পর্কে বিরাট বলেন, 'মাহিকে এখন আগের থেকে অনেক বেশি স্বাধীনভাবে খেলতে দেখা যাবে, আশা করছি। ওকে বড় শট নেওয়ার আগে দু'বার চিন্তা করতে হবে না। অনেক খোলা মনে ব্যাটিং করতে পারবে। ধোনি বিশ্বের অন্যতম সেরা বুদ্ধিমান ক্রিকেটার। যখনই দরকার পরবে, তখনই ওর থেকে পরামর্শ নেবো। আর আমার ক্ষেত্রে বলতে পারি, কিছুই পরিবর্তন হয়নি। শুধু টসটাই যা করতে যাবো। ড্রেসিংরুমের পরিবেশও দুর্দান্ত রয়েছে।'

আরও পড়ুন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের আগে অন্য ভূমিকায় ধোনি

যুবরাজ সিং ফের দলে ঢুকে ছেন। সেই বিষয়েও মুখ খুলেছেন নতুন সীমিত ওভারের ক্যাপ্টেন বিরাট কোহলি। তিনি বলেন, 'যুবরাজ দলে এসেছে, তার কারণ, সে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে বড় রান করে গিয়েছে। যুবি নিজেও দুর্দান্ত ফিনিশার। দলে যুবি থাকার অর্থ, ধোনির উপরও চাপ খানিকটা কমে যাওয়া।'

আরও পড়ুন  আজাহারউদ্দিনের মনোনয়ন পত্র বাতিল করে দেওয়া হল

.