জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: এবার টিম ইন্ডিয়ার মিশন এশিয়া কাপ (Asia Cup 2022)। ভারতীয় দল ইতিমধ্যে পৌঁছে গিয়েছে দুবাইয়ে। আগামী ২৮ অগস্ট চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের এশিয়া কাপের অভিযান শুরু। বুধবার রাতে বিসিসিআই যে ভিডিয়ো ট্যুইট করেছে, সেখানে দেখা যাচ্ছে এশিয়া কাপে টিম ইন্ডিয়ার অন্তর্বর্তী কোচ ভিভিএস লক্ষ্মণের নেতৃত্বে দল মাঠে নেমে ট্রেনিং শুরু করে দিয়েছে। আর এই ভিডিয়োতেই ফুটে উঠেছে খণ্ড খণ্ড মন ভাল করা ছবি। হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) ও যুজবেন্দ্র চাহালদের (Yuzvendra Chahal) দেখা গেল ট্রেনিংয়ের ফাঁকে আফগানিস্তানের মহম্মদ নবির (Mohammad Nabi) সঙ্গে কথা বলতে। বিরাট কোহলি (Virat Kohli) জড়িয়ে ধরলেন আফগান তারকা রশিদ খানকে (Rashid Khan)। তবে একটি দৃশ্যই সোশ্যাল মিডিয়ার মন ভাল করে দিয়েছে, পাক অধিনায়ক বাবর আজমের (Babar Azam) সঙ্গে বিরাটের ফের সাক্ষাৎ। বিরাট এগিয়ে এসে বাবরের কাঁধ চাপড়ে দিলেন। একে-অপরকে হাসি মুখে করলেন করমর্দন। হয়তো জানালেন টুর্নামেন্টের জন্য শুভেচ্ছা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Asia Cup 2022, VVS Laxman: এশিয়া কাপে টিম ইন্ডিয়ার অন্তর্বর্তী কোচ হলেন ভিভিএস লক্ষ্মণ



ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিশ্ববন্দিত ব্যাটার বিরাট কেরিয়ায়ের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। কপিল দেব, অজয় জাদেজা ও ভেঙ্কটেশ প্রসাদের মতো প্রাক্তনরা কোহলিকে এবার বসানোর দাবি তুলেছিলেন। কিন্তু গত জুলাইয়ে বিরাটের এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়ে বেনজির সম্মান দেখিয়ে ছিলেন বাবর। গতবছর টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে শেষবার বাবরের সঙ্গে দেখা হয়েছিল বিরাটের। টসের সময় কোহলি হাসি মুখে হাত রেখেছিলেন বাবরের কাঁধে। গত ১৫ জুলাই সেই ছবিই পোস্ট করে বাবর লিখেছিলেন, এই কঠিন সময় কেটে যাবে। বিরাট যেন শক্ত থাকে। বিরাটের অনেক পরেই বাবরের ক্রিকেটীয় উত্থান। তবুও বাবর নিজেকে নিয়ে গিয়েছেন অন্য উচ্চতায়। তাঁর সঙ্গে প্রায়ই চলে বিরাটের তুলনা। কিন্তু বাবর বুঝিয়ে দিলেন যে, চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ব্যাটিং মহারথীর প্রতি তাঁর সম্মান ঠিক কোন জায়গায়। গত ২৪ অক্টোবর ছিল টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। ক্রিকেটের শো-পিস ইভেন্টে পাকিস্তান ১০ উইকেটে হারিয়েছিল ভারতকে। বিশ্বকাপের যে কোনও আসরে সেবারই প্রথম পাকিস্তান জিতেছিল ভারতের বিরুদ্ধে। সেদিন ভারতের ১৫২ রান তাড়া করতে নেমে বাবর- মহম্মদ রিজওয়ান একাই ম্যাচের ভাগ্য লিখে দিয়েছিলেন। ৫৫ বলে ৭৯ করেন রিজওয়ান। আর বাবর করেছিলেন ৫২ বলে ৬৮ রান। ম্যাচের পর রিজওয়ানকে বুকে টেনে নিয়েছিলেন বিরাট। কাঁধে হাত রেখেছিলেন বাবরের। সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)