Asia Cup 2022, VVS Laxman: এশিয়া কাপে টিম ইন্ডিয়ার অন্তর্বর্তী কোচ হলেন ভিভিএস লক্ষ্মণ
এখন দ্রাবিড়ের পরিবর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান সাময়িক ভাবে ভারতীয় দলের দায়িত্বে। বুধবার বিসিসিআই (BCCI) মেইল মারফত এই বার্তা দিয়ে দিল।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2022) ভারতীয় দলের অন্তর্বর্তী কোচ হলেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (Team India) সংযুক্ত আরব আমিরশাহী (UAE) উড়ে যাওয়ার আগেই করোনা ভাইরাসে (Covid 19) আক্রান্ত হয়েছিলেন দলের হেডস্যার রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এখন দ্রাবিড়ের পরিবর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান সাময়িক ভাবে ভারতীয় দলের দায়িত্বে। বুধবার সন্ধ্যায় বিসিসিআই (BCCI) মেইল মারফত এই বার্তা দিয়ে দিল। জিম্বাবােয়ের বিরুদ্ধে সদ্যসমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি বিসিসিআই বিশ্রাম দিয়েছিল দ্রাবিড়কেও। তাঁর পরির্বতে স্ট্যান্ড-ইন কোচ হিসাবে কেএল রাহুলদের সঙ্গে লক্ষ্মণ উড়ে গিয়েছিলেন জিম্বাবোয়েতে। লক্ষ্মণের কোচিংয়ে ভারত জিম্বাবোয়েকে ৩-০ হোয়াইটওয়াশ করেছিল।
আরও পড়ুন: Rahul Dravid, Asia Cup 2022 : টিম ইন্ডিয়ার জন্য বড় ধাক্কা, কোভিডে আক্রান্ত রাহুল দ্রাবিড়
কেএল রাহুল, দীপক হুডা ও আবেশ খানদের দিয়ে লক্ষ্মণ ইতিমধ্যেই দুবাই পৌঁছে গিয়েছেন। দলের সঙ্গে যোগ দিয়েছেন তাঁরা। বিসিসিআই জানিয়েছে যে, দ্রাবিড়ের কোভিড রিপোর্ট নেগেটিভ আসলেই তিনি সংযুক্ত আরব আমিরশাহিতে চলে আসবেন। যতক্ষণ না পর্যন্ত দ্রাবিড় ফিট হচ্ছেন, ততক্ষণ রোহিত-বিরাটদের দেখভালের দায়িত্বে লক্ষ্মণই। তবে দ্রাবিড়ের এই মুহূর্তে কী শারীরিক আপডেট, সে ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কিছু জানানো হয়নি। সাম্প্রতিক অতীতে দ্রাবিড়ের জমনায় স্ট্যান্ড-ইন কোচের ভূমিকায় দ্রাবিড়কে একাধিকবার পাওয়া গিয়েছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজে হার্দিক পাণ্ডিয়া ছিলেন ক্যাপ্টেন। অল্প সময়ের কোচের ভূমিকায় ছিলেন লক্ষ্মণ। অন্যদিকে দীনেশ কার্তিকের নেতৃত্বে জোড়া ওয়ার্ম-আপ ম্যাচ খেলেছিল ভারত। কোচ ছিলেন সেই লক্ষ্মণই। এরপর রোহিত শর্মার টিম ইন্ডিয়ার কোচও হয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। রোহিতরা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলেছিলেন লক্ষ্মণের কোচিংয়েই! এরপর জিম্বাবোয়ে সফর। এখন আবার আসন্ন এশিয়া কাপ।