Virat Kohli: এজবাস্টনে এমনটাই করবেন কোহলি! বিরাট ভবিষ্যদ্বাণী করলেন শেহওয়াগ
আগামী ১-৫ জুলাই বার্মিংহ্যামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডের। এই টেস্টের আগে লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বিরাটের ব্যাট কথা বলেছে। তিনি দুই ইনিংস মিলিয়ে যথাক্রমে ৩৩ ও ৬৭ রান করেছেন।
নিজস্ব প্রতিবেদন: ভারতের ব্যাটিং মহারথী বিরাট কোহলি (Virat Kohli) ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে কলকাতায় শেষবার টেস্ট সেঞ্চুরির (১৩৬) মুখ দেখেছিলেন। বিগত তিন বছরেরও বেশি সময়ে কোহলি ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে শতরানের মুখ দেখেননি।
আগামী ১-৫ জুলাই বার্মিংহ্যামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডের। এই টেস্টের আগে লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বিরাটের ব্যাট কথা বলেছে। তিনি দুই ইনিংস মিলিয়ে যথাক্রমে ৩৩ ও ৬৭ রান করেছেন। কোহলি বুঝিয়ে দিয়েছেন যে, তিনি রয়েছেন ছন্দে। এজবাস্টনে কোহলি বড় রান করবেন বলেই ভবিষ্যদ্ধাণী করলেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)।
ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের এক অনুষ্ঠানে শেহওয়াগ হাজির ছিলেন। তিনি বলেন, "কারোর কি মনে আছে যে, শেষবার কবে কোহলি সেঞ্চুরি করেছে? এমনকী আমারও মনে পড়ে না। ও অবশ্যই চাইবে এজবাস্টন টেস্টে বড় রান করতে। কারণ এই টেস্টই হতে চলেছে সিরিজের নির্ণায়ক ম্যাচ। আমার মনে হয় ওর খারাপ দিন শেষ হয়ে গিয়েছে। এবার ভাল দিন আসবে। দুই ইনিংসের রানই বলে দিচ্ছে সেই কথা।"
আইপিএল শেষ হওয়ার পর কোহলি পরিবারের সঙ্গে মলদ্বীপে উড়ে গিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ তিনি খেলেননি। খেলা থেকে নিয়েছিলেন ছোট্ট বিরতি। ফের তিনি ফিরেছেন ক্রিকেটে। এজবাস্টন টেস্টের পরেই ভারত-ইংল্যান্ড সীমিত ওভারের ক্রিকেটে ডজন ম্যাচ খেলবে। হবে তিনটি টি-২০ ও তিনটি ওয়ানডে ম্যাচ। খেলা শুরু টেস্ট শেষ হওয়ার ঠিক দু'দিন পর ৭ জুলাই থেকে।
আরও পড়ুন: Hardik Pandya, Ireland vs India: কেন ওপেন করেননি রুতুরাজ? কারণ জানালেন হার্দিক
আরও পড়ুন: Hardik Pandya: ভারতের টি-২০ অধিনায়ক হিসাবে অভিষেকেই অনন্য ইতিহাস হার্দিকের