কেন মেজাজ হারাচ্ছেন বিরাট? চিন্তায় মনোবিদ

মনোবিদদের চিন্তায় ফেলে দিয়েছেন কোহলি। বারবার মাঠে মেজাজ হারিয়ে বিতর্কে জড়াচ্ছেন বিরাট । কয়েকদিন আগে সানরাইজার্সের বিরুদ্ধে আইপিএলের ম্যাচ চলাকালীন আম্পায়ার ধর্মসেনার সঙ্গে তর্ক জুড়ে দেন। এমনকী মেজাজ হারিয়ে কিছু মন্তব্য করেন আম্পায়ারদের উদ্দেশে। কোহলির এই আচরণে বেশ ক্ষুব্ধ ক্রিকেটমহল। কোহলির আচরণ ভাবিয়ে তুলেছে বিসিসিআইকেও। এই অবস্থায় মনোবিদরা দ্রুত আচরণের পরিবর্তন করার জন্য  পরামর্শ দিয়েছেন বিরাটকে। বিশিষ্ট মনোবিদ বিপি বাম বলেছেন ভারতীয় ক্রিকেটের স্বার্থে নিজেকে দ্রুত শুধরে নেওয়া উচিত। কারন  এরকম ঘটনার জন্য কোহলি কয়েক ম্যাচ  নির্বাসিত হলে আখেরে ক্ষতি হবে ভারতের। সচিন, দ্রাবিড়দের মনোবিদ বাম বলেন কোহলি বড় মাপের ক্রিকেটার। কিন্তু অহেতুক মেজাজ হারানোর প্রভাব তার খেলার উপর পড়তে পারে। তাই এখনই সতর্ক হওয়া উচিত।

Updated By: May 18, 2015, 03:59 PM IST
কেন মেজাজ হারাচ্ছেন বিরাট? চিন্তায় মনোবিদ

ওয়েব ডেস্ক: মনোবিদদের চিন্তায় ফেলে দিয়েছেন কোহলি। বারবার মাঠে মেজাজ হারিয়ে বিতর্কে জড়াচ্ছেন বিরাট । কয়েকদিন আগে সানরাইজার্সের বিরুদ্ধে আইপিএলের ম্যাচ চলাকালীন আম্পায়ার ধর্মসেনার সঙ্গে তর্ক জুড়ে দেন। এমনকী মেজাজ হারিয়ে কিছু মন্তব্য করেন আম্পায়ারদের উদ্দেশে। কোহলির এই আচরণে বেশ ক্ষুব্ধ ক্রিকেটমহল। কোহলির আচরণ ভাবিয়ে তুলেছে বিসিসিআইকেও। এই অবস্থায় মনোবিদরা দ্রুত আচরণের পরিবর্তন করার জন্য  পরামর্শ দিয়েছেন বিরাটকে। বিশিষ্ট মনোবিদ বিপি বাম বলেছেন ভারতীয় ক্রিকেটের স্বার্থে নিজেকে দ্রুত শুধরে নেওয়া উচিত। কারন  এরকম ঘটনার জন্য কোহলি কয়েক ম্যাচ  নির্বাসিত হলে আখেরে ক্ষতি হবে ভারতের। সচিন, দ্রাবিড়দের মনোবিদ বাম বলেন কোহলি বড় মাপের ক্রিকেটার। কিন্তু অহেতুক মেজাজ হারানোর প্রভাব তার খেলার উপর পড়তে পারে। তাই এখনই সতর্ক হওয়া উচিত।

.