Virat Kohli-র প্রথম বাইক নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল

খোশ মেজাজে বিরাট কোহলি।   

Updated By: Dec 8, 2021, 06:00 PM IST
Virat Kohli-র প্রথম বাইক নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল
কাগজের বাইকে চেপে মজা করছেন ভারত অধিনায়ক। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: মাঠে যেমন তিনি প্রভাব ফেলেন, মাঠের বাইরে সোশ্যাল মিডিয়াতেও একই রকম সক্রিয় বিরাট কোহলি (Virat Kohli)। এ বার টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়কের আরও একটি পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে গেল। বুধবার টুইটারে একটি ছবি পোস্ট করে নিজের ছোটবেলাকে মনে করলেন কোহলি। কাগজের তৈরি একটি বাইকে চেপে বসে রয়েছেন তিনি। ছবির সঙ্গে মজার ক্যাপশনও লিখেছেন তিনি। বিরাট লিখেছেন, ‘Once upon a time’ বা ‘কোনও একদিন’ এই ক্যাপশনে তিনি একটি গাড়ি এবং বাইকের ইমোজিও পোস্ট করেছেন। ছবিটিতে তিনি বোঝাতে চাইলেন যে আশির দশকের ছেলেরা কীভাবে মজা করত। 

আরও পড়ুন: Terror Attack: ক্রাইস্টচার্চে ভয়াবহ জঙ্গি হামলা নিয়ে এখনও আতঙ্কিত Ajaz Patel

 

পোস্টটিতে মন্তব্য করে একজন নেটিজেন লিখেছেন, 'আমিও আমার শৈশবে একই ধরনের বাইক চালিয়েছিলাম। সেই স্মৃতি এখনও বিশেষ।' এই পোস্টে মন্তব্য করার সময় অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, 'বিরাট এই ছবিতে তোমাকে অনেক মজার লাগছে।'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)