সুদিনে কুড়ির বিশ্বে সেরা কোহলি

একেই বোধয় বলে, 'সোনে পে সুহাগা'। অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কা সফরে পি সারা ওভালে প্রথম টেস্ট জয়। এসএসসিতে দ্বিতীয় টেস্ট জিতে দেশের হয়ে প্রথম সিরিজ জয়। এবার সদ্য প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিং অনুযায়ী ক্রিকেটের ছোট ফরম্যাট টি টোয়েন্টিতেও ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকলেন বিরাট কোহলি। স্মিথ, বেল, 'কিলার'মিলার, ম্যাড ম্যাক্সকে (গ্লিন ম্যাক্সয়েল) পিছনে ফেলে বিশ্বের ১ নং ব্যাটসম্যান হলেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট।

Updated By: Sep 2, 2015, 03:39 PM IST
সুদিনে কুড়ির বিশ্বে সেরা কোহলি

ওয়েব ডেস্ক: একেই বোধয় বলে, 'সোনে পে সুহাগা'। অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কা সফরে পি সারা ওভালে প্রথম টেস্ট জয়। এসএসসিতে দ্বিতীয় টেস্ট জিতে দেশের হয়ে প্রথম সিরিজ জয়। এবার সদ্য প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিং অনুযায়ী ক্রিকেটের ছোট ফরম্যাট টি টোয়েন্টিতেও ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকলেন বিরাট কোহলি। স্মিথ, বেল, 'কিলার'মিলার, ম্যাড ম্যাক্সকে (গ্লিন ম্যাক্সয়েল) পিছনে ফেলে বিশ্বের ১ নং ব্যাটসম্যান হলেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট।

সদ্য প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিং অনুযায়ী বিরাটের পরেই রয়েছেন, অস্ট্রেলিয়ার 'মারকুটে' ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। তৃতীয় স্থানে ব্রিটিশ ব্যাটসম্যান অ্যালেক্স হলস। উল্লেখ্য র‍্যাঙ্কিংয়ে ১১ নম্বরে রয়েছেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়না।  

.