ওপেনারদের খামতি ঢাকতে ব্রিটিশ বোলারদের ঢাক পেটালেন বিরাট

Updated By: Jan 24, 2017, 10:25 PM IST
ওপেনারদের খামতি ঢাকতে ব্রিটিশ বোলারদের ঢাক পেটালেন বিরাট

ব্যুরো: একদিনের সিরিজে বাজিমাত করলেও ইংল্যান্ডের মাটিতে আর পাঁচ মাস বাদে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ওপেনিং কম্বিনেশন নিয়ে প্রশ্ন থেকেই গেল। সদ্য শেষ হওয়া সিরিজে রান পাননি ধাওয়ান ও রাহুল। ইডেনে সুযোগ পেলেও ছন্দে ফেরেননি আজিঙ্ক রাহানে। আপাতত চোটের জন্য মাঠের বাইরে রোহিত শর্মা। নেতা কোহলি অবশ্য ফর্মে না থাকা ব্যাটসম্যানদের পাশেই দাঁড়াচ্ছেন। আরও পড়ুন- বিসিসিআইয়ের মাথায় বসবে কে? প্রস্তাবিত নামের তালিকা বাতিল করল সুপ্রিম কোর্ট

 

ইডেনে বাইশ গজে বোলাররা বাড়তি সুবিধা পেয়েছেন। ইংল্যান্ডের পেসারদের সামলাতে মাঝে মাঝেই সমস্যায় পড়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা বিরাট অবশ্য বলছেন চ্যালেঞ্জিং উইকেটে খেললে তারা আরও বেশি প্রস্তুত হতে পারবেন।

.