ওয়েব ডেস্ক: আপনি কি বীরেন্দ্র সেহবাগের দারুণ ভক্ত? তাহলে ক্রিসমাসের আগে আপনার জন্য রয়েছে দুর্দান্ত এক খবর। কারণ, বীরেন্দ্র সেহবাগকে এখন আপনি দেখতে চলেছেন কোচের ভূমিকায়! হ্যাঁ, তাঁর সতীর্থ রাহুল দ্রাবিড় এবং অনিল কুম্বলে আগেই নাম লিখিয়েছেন কোচিংয়ে। এবার দেখতে পাওয়ার প্রবল সম্ভাবনা বীরেন্দ্র সেহবাগকেও। ভাবছেন, কোথায় কোচিং করাবেন বীরু? আইপিএলে। কিংস ইলেভেন পাঞ্জাবে। তাদের কোচ সঞ্জয় বাঙ্গার গত নভেম্বর মাসেই পদত্যাগ করেছেন। কারণ, তিনি এখন ভারতীয় দলের ব্যাটিং কোচ। তাই ফাঁকা রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচের জায়গা। শোনা যাচ্ছে, কিংসের কর্তারা নাকি কোচ হিসেবে বীরুকেই চাইছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন সোশ্যাল মিডিয়ায় নিজের ছেলের ছবি পোস্ট করলেন ইরফান পাঠান


সঞ্জয় বাঙ্গার বলেছেন, 'আমি নভেম্বরের শেষ সপ্তাহেই পদত্যাগ করেছি। আমি এখন ইংল্যান্ড সিরিজ নিয়ে খুবই ব্যস্ত।' প্রসঙ্গত, কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে সেহবাগ যেমন খেলেছেন, তেমনই গত বছর কিংসের মেন্টরও ছিলেন তিনি। এবার সত্যিই যদি সেহবাগকে কিংসের কোচের ভূমিকায় দেখা যায়, তাহলে কিন্তু জমে যাবে আইপিএল।


আরও পড়ুন  অশ্বিন বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার পর কী বললেন হরভজন?