WATCH | Virender Sehwag: `তখন পড়ে গিয়েছিল আমার...` প্রীতিসঙ্গে সর্বণাশ! বিস্ফোরক স্বীকারোক্তি বীরুর
Virender Sehwag Shreds Punjab Kings For Ruining His Form: বীরেন্দ্র শেহওয়াগ যা বলেননি, তা এবার বলে দিলেন অকপটে। প্রাক্তন ভারতীয় তারকার বিস্ফোরক স্বীকারোক্তিতে নড়ে গেল বাইশ গজ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০০৮ সালে ভূমিষ্ঠ হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়র লিগ ( Indian Premier League)। দেখতে দেখতে চলতি বছর ১৭ বছরে পা দিল আইপিএল (IPL 2024)। ইতিহাস বলছে, শুরুর দিন থেকে এখনও পর্যন্ত খেলা ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্য়ে তিন ফ্র্যাঞ্চাইজি আজও ট্রফি ছুঁয়ে দেখেনি। সেগুলি হল রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru), পঞ্জাব কিংস (Punjab Kings) ও দিল্লি ক্য়াপিটালস (Delhi Capitals)। দেশের জোড়া বিশ্বকাপ জয়ী প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag) দিল্লি ও পঞ্জাবের হয়ে আইপিএল খেলেছেন। এহেন বীরুই এবার বিস্ফোরক মন্তব্য় করলেন। সাফ জানেলেন প্রীতি জিন্টার দলের হয়ে খেলাই তাঁর ভুল হয়েছে।
আরও পড়ুন: Angel Di Maria: 'ছেলেকে বলে দেবেন...! মেসির বন্ধুকেও এবার মৃত্যুশমন, ডি মারিয়ার পরিবারকে হুমকি
দুই প্রাক্তন সতীর্থ জাহির খান ও পার্থিব প্য়াটেলের সঙ্গে আইপিএলে ধারাভাষ্য় দিচ্ছিলেন বীরু। লাইভে তিনি বলে বসেন, 'যখন আমি পঞ্জাবে গিয়েছিলাম তখন আমার স্ট্রাইক রেট পড়ে গিয়েছিল। কথায় বলে না যে, যেরকম সঙ্গ পায় মানুষ, সেরকমই ব্য়বহার করে, ওখানে গিয়ে আমার ওটাই হয়েছিল। পঞ্জাব জিততে পারত না। ভালো খেলত না। আমার খেলা আরও খারাপ হয়ে গেল।' হাসতে হাসতেই এক নিঃশ্বাসে বলে গেলেন বীরু। তিনি বরাবরই অকপট। সোজা কথা সোজা ভাবে বলতে দু'বার ভাবেন না। এবারও সেটাই ঘটল। চলতি আইপিএলে পঞ্জাবের প্রথম দুই ম্য়াচে মিশ্র অভিজ্ঞতা হয়েছে। প্রথম ম্য়াচে দিল্লিকে হারানোর পর তারা বেঙ্গালুরুর কাছে হেরে যায়। দেখা যাক চলতি আইপিএলে কতদূর যেতে পারে প্রীতির ফ্র্যাঞ্চাইজি। নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ শিখর ধাওয়ান।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)