Virushka, Virat Kohli : ৭১তম শতরানের পর স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিলেন বিরাট, আবেগি জবাব দিলেন অনুষ্কা

Virushka, Virat Kohli : এশিয়া কাপে নামার আগে বিরাটের মনের মধ্যে সুনামি চলছিল। এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে নামার আগে ভারতের প্রাক্তন অধিনায়ক বলে দিয়েছিলেন যে, তিনি ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এক মাস ছুঁয়ে দেখেননি ব্যাট!

Updated By: Sep 9, 2022, 04:36 PM IST
Virushka, Virat Kohli : ৭১তম শতরানের পর স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিলেন বিরাট, আবেগি জবাব দিলেন অনুষ্কা
ভালবাসার মানুষ অনুষ্কাই প্রেরণা, জানালেন বিরাট। ফাইল চিত্র

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ১০২১ দিন ও ৮৪ টি আন্তর্জাতিক ইনিংসের পর এসেছে শতরান। আর এই ১০২১ দিনে রয়েছে হাজারও যন্ত্রণা। না পাওয়ার যন্ত্রণা। এ বার যেন সব পেয়েছির আনন্দ। এই ১০২১ দিনে কিছু ইনিংস শতরানের কাছাকাছি এসেও থেমে গিয়েছে। নিন্দুকরা তা মনে রাখেনি। শতরানকে মাপকাঠি হিসেবে দেখা হয়েছে। এখন সেই মাপকাঠি ছোঁয়ার আনন্দ। আন্তর্জাতিক শতরানের সংখ্যা ৭০ থেকে ৭১ করার জন্য প্রায় তিন বছর অপেক্ষা করতে হয়েছে। চলতি এশিয়া কাপে (Asia Cup 2022) টিম ইন্ডিয়ার (Team India) পারফরম্যান্স একেবারেই ভাল নয়। প্রাপ্তি বলতে আফগানিস্তানের (Afganistan) বিরুদ্ধে বিরাটের শতরান। এমন শতরানের পর অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) ধন্যবাদ জানিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। কয়েক ঘণ্টার মধ্যে স্বামীকে আবেগি জবাব দিলেন অনুষ্কা। 

শতরানের পর বিরাট বলেছিলেন, '১০০০ শব্দে এই শতরানের মূল্যায়ন করব। আমি ধন্য ও কৃতজ্ঞ। বিগত আড়াই বছরে অনেক কিছু শিখেছি। আগামি নভেম্বরে আমি ৩৪ বছরে পা দেব। অতীতে সেলিব্রেট করেছি। আজকের সেলিব্রেশনে অনেক কিছু মিশে ছিল। সত্যি বলতে আমি চমকে গিয়েছি। ন্যূনতম ভাবনাতেও আসেনি যে, এই ফরম্যাটে শতরান পাব। বিশেষ মুহূর্ত আমার এবং দলের কাছে খুব স্পেশ্যাল। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। এই সেলিব্রশনের সঙ্গেই জুড়ে রয়েছে কয়েকটি বিষয়। আমি এই দলের পাশে থাকতে পারি কিনা, এই দল এতটাই মুক্ত যে, আমাকে সুযোগ দিয়েছে নিজের খেলায় সাহায্য করার। এই কঠিন লড়াইতে আমার পাশে ছিল একজন, তাঁর নাম অনুষ্কা। আমি অনুষ্কা ও ভামিকাকে এই সেঞ্চুরি উৎসর্গ করছি। সময় আমাকে অনেক কিছু শিখিয়েছে। ছ সপ্তাহের ব্রেক নিয়ে কামব্যাক করে খুশি হয়েছি। বুঝেছিলাম যে, মানসিক ও শারীরীক ভাবে আমি কতটা ক্লান্ত ছিলাম। দেখতে গেল এই ব্রেক আমার কাছে আশীর্বাদের মতো। এখানে ফিরে নেটে ব্যাট করার সময়ে ভাল অনুভূতি এসেছিল।'

আরও পড়ুন: Virat Kohli and Rohit Shamra : ভবিষ্যৎ পরিকল্পনা থেকে খুনসুটি, 'কিং কোহলি'-র ৭১তম শতরানে খোশমেজাজে 'হিটম্যান'

আরও পড়ুন: Virat Kohli: 'আড়াই বছরে অনেক কিছু শিখেছি, কঠিন সময়ে পাশে ছিল শুধু অনুষ্কাই'!

Virat Kohli century

অনুষ্কা এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন। যদিও স্বামীর খেলার দিকেই মন পড়েছিল। তাই ম্যাচ শেষ হওয়ার পরেই চলে এল বলিউড অভেনিত্রীর শুভেচ্ছাবার্তা। বিরাট রান না পাওয়ার সময় বার বার আক্রমণ করা হয়েছে অনুষ্কাকে। বাদ যায়নি তাঁদের কোলের মেয়ে ভামিকাও। বিরাটের শতরানের ছবি পোস্ট করেন অনুষ্কা। স্বামীর উদ্দেশ্যে ইনস্টাগ্রামে বার্তা দিয়ে অনুষ্কা লিখেছেন, 'তোমার সঙ্গে সব সময়, সব কিছুর মধ্যে তোমার পাশে থাকব।'

 

এশিয়া কাপে নামার আগে বিরাটের মনের মধ্যে সুনামি চলছিল। এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে নামার আগে ভারতের প্রাক্তন অধিনায়ক বলে দিয়েছিলেন যে, তিনি ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এক মাস ছুঁয়ে দেখেননি ব্যাট! যে কথা কার্যত অবিশ্বাস্য মনে হয়েছিল। বাইশ গজে বিরাটের সেই আগ্রাসী ব্যাট কোথাও যেন কর্পূরের মতো উবে গিয়েছিল। স্বভাবতই কোহলির 'বিরাট' ব্যর্থতা নিয়ে সমালোচনা বেড়েই চলেছিল। কিন্তু 'কিং কোহলি' সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন সেই ব্যাট শাসনেই। আগামি ২৩ অক্টোবর থেকে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। আসমুদ্র-হিমাচল কোহলির 'বিরাট' ব্যাটের দিকে তাকিয়ে রয়েছে। সেটা এখনই বলা যেতে পারে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.