IND vs ZIM: রাহুলদের হেড কোচ লক্ষ্মণ, জিম্বাবোয়ে সফরে অনিশ্চিত ওয়াশিংটন!
দেখতে গেলে রাহুল হবেন চতুর্থ অধিনায়ক, যাঁর সঙ্গে লক্ষ্মণ কোচ হিসাবে কাজ করবেন ভারতীয় দলের সঙ্গে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজে হার্দিক পাণ্ডিয়া ছিলেন ক্যাপ্টেন। অল্প সময়ের কোচের ভূমিকায় ছিলেন লক্ষ্মণ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৮, ১৯ এবং ২০। অগাস্টের এই তিন দিন জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া (India tour of Zimbabwe 2022)। কেএল রাহুলদের (KL Rahul) হেডস্যার হিসাবে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) নয়, উড়ে যাবেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। এমনটাই খবর। সাম্প্রতিক অতীতে দ্রাবিড়ের জমনায় স্ট্যান্ড-ইন কোচের ভূমিকায় পাওয়া গিয়েছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (National Cricket Academy, NCA) প্রধানকে। ফের একবার লক্ষ্মণ হট সিটে বলেই রিপোর্ট।
দেখতে গেলে রাহুল হবেন চতুর্থ অধিনায়ক, যাঁর সঙ্গে লক্ষ্মণ কোচ হিসাবে কাজ করবেন ভারতীয় দলের সঙ্গে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজে হার্দিক পাণ্ডিয়া ছিলেন ক্যাপ্টেন। অল্প সময়ের কোচের ভূমিকায় ছিলেন লক্ষ্মণ। অন্যদিকে দীনেশ কার্তিকের নেতৃত্বে জোড়া ওয়ার্ম-আপ ম্যাচ খেলেছিল ভারত। কোচ ছিলেন সেই লক্ষ্মণই। এরপর রোহিত শর্মার টিম ইন্ডিয়ার কোচও হয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। রোহিতরা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলেছিলেন লক্ষ্মণের কোচিংয়েই!
আরও পড়ুন: KL Rahul: নজিরবিহীন! রাহুল আসতেই ক্যাপ্টেনসি খোয়ালেন ধাওয়ান! তিনি এখন ডেপুটি
অন্যদিকে ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর জিম্বাবোয়ে সফরের জন্য অনিশ্চিত হয়ে পড়লেন। এই মুহূর্তে ওয়াশিংটন কাউন্টি সাইড ল্যাঙ্কাশায়ারের হয়ে রয়্যাল লন্ডন ওয়ানডে চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলছেন। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডিভিশন ওয়ানে একাধিক ম্যাচে পাওয়া গিয়েছে বছর বাইশের তামিলনাড়ুর ক্রিকেটারকে। গত ১৯ জুলাই ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণির অভিষেকেই পাঁচ উইকেট তুলে চমকে দিয়েছিলেন ওয়াশিংটন। তিনটি লিস্ট এ ম্যাচ খেলার পর ওয়াশিংটন ওরসেস্টারশায়ারের বিরুদ্ধে খেলতে গিয়ে কাঁধে চোট পান। ফিল্ডিং করার সময়ে ওয়াশিংটন যখন ল্যান্ড করেন, তখনই চোট পান। মনে করা হচ্ছে এখন জিম্বাবোয়ে সফরে ওয়াশিংটন নাও খেলতে পারেন। ল্যাঙ্কাশায়ারের যদিও চোটের আপডেট দিয়েছে, কিন্তু চোট কতটা গুরুতর সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
জিম্বাবোয়ে সফরের জন্য ভারতের ঘোষিত দল: কেএল রাহুল (ক্যাপ্টেন), শিখর ধাওয়ান (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, ঈশান কিশান, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, ও দীপক চাহার। এখন দেখার ওয়াশিংটন যদি না খেলেন, তাহলে তাঁর পরিবর্তে ভারত কোনও বিকল্প ক্রিকেটার বেছে নেয় কিনা! জিম্বাবোয়ে সফর শুরু আর এক সপ্তাহের মধ্যেই।