প্রস্তুতি ম্যাচ ড্র, হ্যামিলটনে দ্বিতীয় ইনিংসে রানে ফিরলেন মায়াঙ্ক- পন্থ

নিজস্ব প্রতিবেদন: নিউ জিল্যান্ড এর বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে এক মাত্র প্রস্তুতি ম্যাচটি অমীমাংসিত থেকে গেল। দ্বিতীয় ইনিংসে রান পেলেন মায়াঙ্ক  আগরওয়াল ও ঋষভ পন্থ। তবে রান পেলেন না শুভমান গিল।  অপরাজিত থাকলেন ঋদ্ধিমান সাহা। দুই ইনিংসে ব্যাট হাতে নামলেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি।

প্রথম ইনিংসে দুই ওপেনার পৃথ্বী শ এবং মায়াঙ্ক আগরওয়াল ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে দুরন্ত ব্যাটিং শুরু করেন দুজনেই। ৫৯/০ নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে গিয়ে ৩৯ রানে ফিরলেন পৃথ্বী শ। তিন নম্বরে নেমে ফের ব্যর্থ শুভ মান গিল(৮)। তবে চার নম্বরে নেমে দুরন্ত ব্যাটিং করলেন ঋষভ পন্থ। ৬৫ বলে ৭০ রানের দুরন্ত ব্যাটিং করলেন তিনি। দীর্ঘদিন পর বড় রান পেলেন পন্থ। তার আগে অবশ্য ৮১ রান করে রিটায়ার্ড হন মায়াঙ্ক। ৩৮ বলে ৩০ রানে অপরাজিত থাকলেন ঋদ্ধিমান সাহা। ১৬ রানে নট আউট থাকেন রবি চন্দ্রন অশ্বিন।  শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান তোলে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- মাঝরাতে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা ৭০ বছরের বৃদ্ধর, পুরুষাঙ্গ কাটল ক্যানিং-এর গৃহবধূ

 যদিও মাত্র ২৬৩ রানে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। এরপর ভারতীয় পেসারদের দাপটে ২৩৫ রানে নিউ জিল্যান্ড একাদশকে আটকে রাখার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। ওপেনারদের পাশাপাশি উইকেট কিপার দের রানে ফেরা বিরাটের চিন্তা অনেকটা দূর করল বলা যায়।  ম্যাচ শেষে মায়াঙ্ক আগরওয়ালের বার্থ ডে সেলিব্রেশন এ মেতে উঠল টিম ইন্ডিয়া।

English Title: 
Warm-up Match: Rishabh Pant excels with bat as practice match ends in draw
News Source: 
Home Title: 

প্রস্তুতি ম্যাচ ড্র, হ্যামিলটনে দ্বিতীয় ইনিংসে রানে ফিরলেন মায়াঙ্ক- পন্থ

প্রস্তুতি ম্যাচ ড্র, হ্যামিলটনে দ্বিতীয় ইনিংসে রানে ফিরলেন মায়াঙ্ক- পন্থ
Caption: 
ছবি- বিসিসিআই
Yes
Is Blog?: 
No
Section: