জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: 'হ্যাপি এন্ডিং' বলে কি সত্যি কিছু হয়! বিশেষ করে খেলাধুলায়। যে দুনিয়া বেশ রুক্ষ। যেখানে এগিয়ে যেতে হলে, অন্যকে মাটিতে মিশিয়ে দেওয়া ছাড়া আর অন্য উপায় থাকে না। এতটুকু পা পিছলে গেলেই, পতন অনিবার্য। সানিয়া মির্জার (Sania Mirza) ক্ষেত্রেও তো তেমনটাই হল। কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলতে নেমে শেষরক্ষা করতে পারলেন না। পার্টনার রোহন বোপান্নাকে (Rohan Bopanna) নিয়ে রানার্স হয়ে ভারতের (India) টেনিস সুন্দরীকে সন্তুষ্ট থাকতে হল। সপ্তম গ্র্যান্ড স্ল্যাম জেতা হল না সানিয়ার। শুক্রবার ফাইনালে ব্রাজিলের লুইসা স্টেফানি (Luisa Stefani)- রাফায়েল মাতোস (Rafael Matos) জুটির কাছে সানিয়ারা হারলেন ৬-৭ (২-৭), ২-৬ গেমে। আর তাই বিদায় বেলায় ছেলে চার বছরের ইজহান মির্জা মালিকের সামনেই কেঁদে ফেললেন তাঁর চ্যাম্পিয়ন মা। তবে ছেলে সঙ্গে থাকলেও, এমন বিশেষ ও আবেগি মুহূর্তে সানিয়া তাঁর পাশে পেলেন না স্বামী শোয়েব মালিককে (Shoaib Malik)। কারণ দুই তারকার সম্পর্ক যে আর আগের মতো নেই। বৈবাহিক জীবনে অনেক আগেই ফাটল ধরেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


অস্ট্রেলিয়ান ওপেনে ৩৬ বছরের সানিয়া এর আগে ২০০৯ সালে মিক্সড ডাবলস জিতেছিলেন। সেবার তাঁর পার্টনার ছিলেন মহেশ ভূপতি। সেটিই ছিল তাঁর প্রথম বড় ট্রফি। এরপর ২০১৬ সালে ডাবলসে চ্যাম্পিয়ন হন। তিনটি মিক্সড ডাবলস এবং তিনটি ডাবলস খেতাব রয়েছে সানিয়ার। এটিই তাঁর শেষ গ্র্যান্ড স্ল্যাম ছিল। তবে শেষরক্ষা হল না। কেঁদে বিদায় নিলেন ভারতের টেনিস সুন্দরী। ৪২ বছরের বোপান্না এর আগে ২০১৭ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন। 



বিদায় বেলায় অতি পরিচিত রড লেভার এরিয়ান কথা বলতে গিয়ে সানিয়ার গলা শুকিয়ে আসছিল। কান্নায় ভিজে গিয়েছিল তাঁর দুই চোখ। আবেগতাড়িত হয়ে বলছিলেন, "আমি আরও কয়েকটি প্রতিযোগিতা খেলব। তবে পেশাদার টেনিস দুনিয়াকে এই মেলবোর্ন থেকেই বিদায় জানালাম। ২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে এই রড লেভার এরিনা থেকেই আমার জার্নি শুরু হয়েছিল। সেবার তৃতীয় রাউন্ডে আমার প্রতিপক্ষ ছিলেন সেরেনা উইলিয়ামস। এরপর এই রড লেভার এরিনায় অনেক প্রতিযোগিতা খেলেছি। জিতেছি ফাইনাল। তাই আমার জীবনে রড লেভার এরিনার আলাদা জায়গা রয়েছে। গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ার শেষ করার জন্য এর থেকে ভাল জায়গা আমার কাছে নেই। সবাইকে অনেক ধন্যবাদ। 


আরও পড়ুন: Sania Mirza, Australian Open 2023: বিদায়ী ম্যাচে হার, সঙ্গী বোপান্নাকে নিয়ে মেগা ফাইনালে রানার্স টেনিস সুন্দরী


আরও পড়ুন: Ravindra Jadeja, Border Gavaskar Trophy 2022-23: চেনা চিপকে দারুণ কামব্যাক, অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে অজিদের মহড়া নিতে মরিয়া 'স্যর জাদেজা'


শুক্রবার ভারতীয় সময় সকাল ৬:৩০ মিনিটে খেলা শুরু হয়। প্রথম থেকে সানিয়া-বোপান্না জুটি ছন্দে ছিলেন। প্রথম সেটের অষ্টম গেমে বিপক্ষ ব্রাজিলীয় জুটির সার্ভিস ভেঙে সানিয়ারাই এগিয়ে যান। কিন্তু পরের গেমেই তাঁদের সার্ভিস ভেঙে যায়। সেট টাইব্রেকারে গড়ায়। সেখানে দাঁড়াতে পারেনি ভারতীয় জুটি। ২-৭ গেমে হেরে যায়। 


প্রথম সেটে হারার পর আর ছন্দ ফিরে পাননি সানিয়া-বোপান্না। দ্বিতীয় সেটে কোনও লড়াই করতে পারেননি তাঁরা। হেরে যান ২-৬ গেমে। ফলে হার দিয়ে পেশাদার টেনিসকে বিদায় জানাতে বাধ্য হলেন সানিয়া। পাশে রইল শুধু তাঁর ছেলে। সানিয়ার দুটি হাত শক্ত করে ধরার জন্য শোয়েব তাঁর পাশে ছিলেন না। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)