জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌদি আরবে (Saudi Arabia) পা রাখার পর থেকেই ফের খবরের শিরোনামে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchestar United) খেলার সময় মেজাজ হারিয়ে একটি বাচ্চা ছেলের মোবাইল ভেঙে দিয়েছিলেন। তাই তিনি দুই ম্যাচের জন্য নির্বাসিত। যদিও এতে রোনাল্ডোর কোনও হেলদোল নেই। তিনি বিন্দাস আছেন। আল নাসের (Al Nassr) গত ম্যাচ জেতার পর সেটা বেশ বোঝা গেল। সতীর্থের গোলে দারুণ সেলিব্রেশন করলেন পর্তুগালের (Portugal) মহাতারকা। 'সিআর সেভেন'-এর (CR7) সেই ভিডিয়ো ক্লাবের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে। স্বভাবতই সেই ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিয়মভঙ্গের জেরে এখনও আল নাসেরের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে পারেননি রোনাল্ডো। সেটা আগে থেকেই জানা ছিল। তাই ড্রেসিংরুমে বসেই টিভির পর্দায় চোখ রেখেছিলেন 'সিআর সেভেন'। আর ম্যাচ জিততেই সেলিব্রেশনে মাতলেন তিনি। সৌদি লিগে তায়ির বিরুদ্ধে খেলা ছিল আল নাসেরের। মিডফিল্ডার তালিসকার দুরন্ত জোড়া গোলে ২-০ ব্যবধানে ম্যাচ জিতে নেয় আল নাসের। দল জিততেই উচ্ছ্বাস দেখান রোনাল্ডো। ক্লাবের তরফেই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, ড্রেসিংরুমে সাইক্লিং করতে করতে টিভিতে ম্যাচ দেখছেন তিনি। আর দল জিততেই তাঁর মুখে হাজার ওয়াটের হাসি। শরীরচর্চার ফাঁকে হাততালি দিয়ে জয় সেলিব্রেট করছেন তিনি।


আরও পড়ুন: Kapil Dev 64th birthday: কপিল দেবের জন্মদিনে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ের ১০ অজানা তথ্য ছবিতে জেনে নিন


আরও পড়ুন: Virat Kohli and Anushka Sharma: নতুন বছরে একেবারে অন্য মেজাজে বিরুষ্কা, দেখে নিন ফটো গ্যালারি



ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে থাকাকালীন এভারটনের এক সমর্থকের ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। যার জেরে দু’ম্যাচ নির্বাসিত তিনি। সেই কারণেই এদিন মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। আগামী ১৪ জানুয়ারি আল শাবাবের বিরুদ্ধেও হয়তো খেলবেন না তিনি। সব ঠিকঠাক থাকলে ২১ জানুয়ারি ইত্তিফাকের বিরুদ্ধে মাঠে নামবেন। 'রেড ডেভিলস'-এ তাঁর দ্বিতীয় পর্ব একেবারেই সুখের ছিল না। ক্লাব কর্তা ও কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে মনোমালিন্যের জেরেই ম্যান ইউর সঙ্গে সম্পর্কে ইতি টানেন। এরপর কাতার বিশ্বকাপেও নিজের যোগ্যতা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি। নকআউট পর্বে তাঁকে প্রথম একাদশেও রাখেননি পর্তুগালের কোচ ফেরান্দো স্যান্টোস। এবার নতুন দলের জার্সিতে তিনি কেমন পারফর্ম করেন, সেই দিকেই তাকিয়ে গোটা ফুটবল দুনিয়া। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)