মানবিক রোনাল্ডো! টিম বাস থেকে নেমে অসুস্থ ভক্তের সঙ্গে দেখা করলেন সিআর সেভেন
হোটেলে টিম বাস করে ফেরার পথে দেখা গেল এক কিশোর একটি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে।
নিজস্ব প্রতিবেদন : নেদারল্যান্ডসের বিরুদ্ধে নেশনস লিগের ফাইনালে নামার আগে অন্য রোনাল্ডোকে পাওয়া গেল দেশের মাটিতে। সুইত্জারল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করে দেশকে নেশনস লিগের ফাইনালে তুলেছেন সিআর সেভেন। ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পর্তুগিজরা। পোর্তোয় ফাইনালের মহড়া সেরে ফেরার পথে মানবিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখল ফুটবল বিশ্ব।
আরও পড়ুন - দেশের গর্ব! ইংলিশ চ্যানেল-এর পর দুর্গম ক্যাটলিনা চ্যানেল পার করলেন বাংলার সায়নী
রিয়াল ছেড়ে ২০১৮-১৯ মরশুমে জুভেন্টাসে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম মরশুমেই সিরি-এ জিতেছেন সিআর সেভেন। এবার দেশের জার্সিতে প্রথম নেশনস লিগ কাপের ফাইনাল জিতে মরশুম শেষ করতে চাইছেন পর্তুগিজ সুপারস্টার। শনিবার পোর্তোর এস্তাদিও দো বেস্সা স্টেডিয়ামে অনুশীলন সেরে ফিরছিল পর্তুগাল দল। হোটেলে টিম বাস করে ফেরার পথে দেখা গেল এক কিশোর একটি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে। যেখানে লেখা রয়েছে "ক্রিশ্চিয়ানো, গিভ মি আ হাগ." সূত্রের খবর রাস্তার ধারে এমন প্ল্যাকার্ড দেখে নিজেই টিম বাস থামাতে অনুরোধ করেন রোনাল্ডো। এরপর লিউকোমিয়ায় আক্রান্ত ১১ বছরের সেই রোনাল্ডো ফ্যান এদুয়ারোদো মোরেইরা বাসে উঠে সিআর সেভেনের সঙ্গে ছবি তোলেন।
মানবিক রোনাল্ডোর এমন ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।