Jasprit Bumrah-র বোলিং অ্যাকশনে বদল! নেটদুনিয়ায় হইচই
অস্ট্রেলিয়া সফরে ভারতের নেটে বোলিং অ্যাকশন নকল করার খেলায় মেতে উঠেছিলেন জশপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা আর পৃথ্বী শ।
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় পেসার জশপ্রীত বুমরার অদ্ভুত বোলিং অ্যাকশন নিয়ে নানা আলোচনা ক্রিকেটমহলে। বুমরার এই বোলিং অ্যাকশন অবশ্য ব্যাপক হিট। বুমরার বোলিং অ্যাকশন নকল করতে দেখা গিয়েছে কমবয়সী ক্রিকেটারদের। শুধু কি কমবয়সী! এক বৃদ্ধাও বুমরার বোলিং অ্যাকশন নকল করে তাক লাগিয়ে দিয়েছেন। সেই বুমরাকে এবার দেখা গেল প্রাক্তন ভারতীয় স্পিনার অনিল কুম্বলেকে নকল করতে।
বিসিসিআই টুইটার হ্যান্ডেলে সেই ভিডিয়ো পোস্ট করেছে। সঙ্গে লেখা, আমরা সবাই আগুনে ইয়র্কার আর বাউন্সার দিতেই দেখেছি জশপ্রীত বুমরাকে। ভারতীয় পেসারকে এবার দেখা গেল অন্য অবতারে যে ভাবে আগে কখনও দেখা যায়নি তাঁকে। বুম কিংবদন্তি অনিল কুম্বলের বোলিং অ্যাকশন নকল করছেন। প্রায় একই রকম অ্যাকশন দেখা গেল।
আরও পড়ুন- ICC Test rankings: নিজের জায়গা ধরে রাখলেন Kohli, এক ধাপ এগোলেন Pujara
অস্ট্রেলিয়া সফরে ভারতের নেটে বোলিং অ্যাকশন নকল করার খেলায় মেতে উঠেছিলেন জশপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা আর পৃথ্বী শ।
আরও পড়ুন- Warner কন্যা Indi-কে জার্সি উপহার Virat Kohli’র, দেখুন ছবি