বৃষ্টিতে খেলা বন্ধ; 'উই লাইক টু পার্টি'-তে কোমর দোলালেন ক্রিকেটাররা, ভাইরাল ভিডিয়ো
কিন্তু বৃষ্টির জন্য শেষ পর্যন্ত ম্যাচ বাতিল হয়ে যায়।
নিজস্ব প্রতিবেদন: তাঁরা ক্রিকেটও খেলছে। সুযোগ পেলে নিজেদের ডান্সিং স্কিলও তুলে ধরছেন। এবছর মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ক্রিকেটারদের এই ডান্স শিরোনামে।
পাকিস্তান ক্রিকেট দলের নাচের পর কয়েকদিন আগে নিরাপত্তারক্ষীর সঙ্গে ভারতের জেমাইমা রডরিগেজের নাচের ভিডিও ভাইরাল হয়েছিল। এবার ভাইরাল থাইল্যান্ডের ক্রিকেট দলের নাচ।
মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করে ১৫০ রান তোলে থাইল্যান্ড দল। কিন্তু বৃষ্টির জন্য শেষ পর্যন্ত ম্যাচ বাতিল হয়ে যায়।
During the rain delay, Thailand kept the fans entertained on the big screen with an impromptu dance-off
Thank you for being part of #TheBigDance!#T20WorldCup pic.twitter.com/0wx0Nbzxuy
— T20 World Cup (@T20WorldCup) March 3, 2020
বৃষ্টির জন্য যখন খেলা সাময়িকভাবে বন্ধ ছিল তখন নাচে মেতে ওঠেন থাইল্যান্ডের চার ক্রিকেটার। ভেঙ্গাবয়েজের বিখ্যাত গান উই লাইক টু পার্টি গানে কোমর দোলালেন ক্রিকেটাররা। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দু'দল।
আরও পড়ুন - বিশ্বকাপ সেমি ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে? কবে, কখন খেলা, জেনে নিন