ধোনির হেলিকপ্টার শট মারলেন বীরু, লক্ষ্মণ এবং ব্রেট লি

ওয়েব ডেস্ক: হেলিকপ্টার শটের কথা উঠলেই, নাম আসে একজনেরই। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। ক্রিকেট মাঠে তাঁর থেকে ভাল হেলিকপ্টার শট মারতে আর কোনও ব্যাটসম্যানকে দেখা যায়নি। কিন্তু, এই হেলিকপ্টার শটেই একের পর এক ম্যাচে ছক্কা মেরেছেন ধোনি। গত ৭ অক্টোবর, রাঁচিতে প্রথম টি২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। রাঁচি যে ধোনির শহর। তাই সেখানে গিয়ে ধোনির প্রিয় শট খেলা থেকে নিজেদের বিরত রাখতে পারলেন না বীরেন্দ্র সেহবাগ থেকে ভিভিএস লক্ষ্মণ এবং ব্রেট লি-ও।

আরও পড়ুন দেশে ফেরার সময় ভারতকে নিয়ে মন ছুঁয়ে যাওয়া পোস্ট করলেন স্টিভ স্মিথ

চেষ্টা তো সকলেই করলেন। কিন্তু, হেলিকপ্টার শট মারাটা দেখতে তো সোজা মনে হতে পারে। কিন্তু, কাজটা মোটেই খুব একটা সহজ নয়। সেটা হাড়ে-হাড়ে টের পেলেন বীরু-ব্রেট লি-রা। তবে, তিনজনের মধ্যে সম্ভাবত, সবথেকে ভাল শটটা মেরেছেন সেহবাগই। এবার আপনিই ভিডিওটা দেখে বলুন, এঁদের মধ্যে কার হেলিকপ্টার শট মারা সবথেকে ভাল হল। কেউ কি পারবেন, এই বিষয়ে ধোনিকে হারাতে?

 

আরও পড়ুন  জেনে নিন, ভারতের ম্যাচ ছাড়াও সোমবার আর কোন তিনটে ম্যাচ রয়েছে

English Title: 
Watch: Virender Sehwag, VVS Laxman and Brett Lee attempt MS Dhoni's 'Helicopter Shot', fail miserably
News Source: 
Home Title: 

ধোনির হেলিকপ্টার শট মারলেন বীরু, লক্ষ্মণ এবং ব্রেট লি

ধোনির হেলিকপ্টার শট মারলেন বীরু, লক্ষ্মণ এবং ব্রেট লি
Yes
Is Blog?: 
No
Section: