সামাজিক দূরত্বের বিধি মেনেই জন্মদিন পালন ক্যারিবিয়ান তারকার, দেখুন ভিডিয়ো
করোনা পরবর্তী সময়ে ওয়েস্ট ইন্ডিজই প্রথম দল যারা প্রথম ইংল্যান্ডে ক্রিকেট খেলতে এসেছে। ৮ জুলাই থেকে শুরু হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ।
নিজস্ব প্রতিবেদন: স্বাস্থ্য সুরক্ষার জন্য মারণ ভাইরাস করোনার কারণে রয়েছে নানা ধরণের বিধি নিষেধ। করোনার সংক্রমণ রুখতে মুখে মাস্ক থাকা যেমন বাধ্যতামলক তেমনই রয়েছে জমায়েতে নিষেধাজ্ঞা। এবার সেই সামাজিক দূরত্বের বিধি নিষেধ মেনেই ক্যারিবিয়ান পেসার কেমার রোচের জন্মদিন পালন করে দৃষ্টান্ত তৈরি করল ইংল্যান্ড সফররত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
করোনা পরবর্তী সময়ে ওয়েস্ট ইন্ডিজই প্রথম দল যারা প্রথম ইংল্যান্ডে ক্রিকেট খেলতে এসেছে। ৮ জুলাই থেকে শুরু হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। মার্চ মাসের পর আবার এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে চলেছে।
Birthday cake for the birthday boy! WI hope you enjoyed your day @KemarAJR #MenInMaroon pic.twitter.com/vzvqfGZTZK
— Windies Cricket (@windiescricket) July 1, 2020
১৪ জন ক্রিকেটার এবং ১১জন সাপোর্ট স্টাফ নিয়ে জুন মাসের শুরুতেই ইংল্যান্ডে চলে আসেন জেসন হোল্ডাররা। কোয়ারেন্টিনে কাটিয়ে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচও খেলেন। এবার টেস্টের প্রস্তুতি শুরু। এসবের মাঝেই কেমার রোচের জন্মদিন পালন করলেন হোল্ডাররা। সামাজিক দূরত্বের বিধি মেনে কীভাবে বার্থ ডে সেলিব্রেট করা যেতে পারে সেটাও করে দেখালেন ক্যারিবিয়ানরা।
আরও পড়ুন - অবশেষে করোনা মুক্ত হলেন নাগিন ডান্স আবিষ্কার করা বাংলাদেশের ক্রিকেটার