নিজস্ব প্রতিবেদন: 'অ্যা সেঞ্চুরি ইজ নট এনাফ'-এ সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন প্রত্যেক অধিনায়কেরই একটা নিজস্ব স্টাইল আছে। কেও আগ্রাসী তো কেউ 'কুল'। সবাই নিজের মত করে ভাবেন এবং দল চালাতে চান। যেখানে বিরাট কোহলি বরাবরই নৃশংস ক্রিকেটের কথা বলেন সেখানে একেবারে 'ডিফেনসিভ' মাইন্ডসেট রোহিতের। দক্ষিণ আফ্রিকায় সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট খেলে এসে, শ্রীলঙ্কা-বাংলাদেশক সমীহ করছে ভারত! অবাক লাগলেও এটাই সত্যি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ডি'ককের সঙ্গে ওয়ার্নারের ঝামেলার আসল কারণ কী ?


ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়ে কলম্বোতে রোহিত শর্মা জানালেন, "আমরা ফেভারিট নই। টি-টোয়েন্টি বরাবরই অনিশ্চয়তার খেলা। দুই প্রতিপক্ষই (বাংলাদেশ-শ্রীলঙ্কা) বেশ কঠিন, আমরা ভাল ক্রিকেট খেলব।" 


আরও পড়ুন- মেসি একাই ৬০০


উল্লেখ্য, ধোনি, কোহলিকে ছাড়াই কলম্বোতে উড়ে গিয়েছে ভারতীয় দল। আর স্বাভাবিকভাবেই রোহিতের কাঁধেই রয়েছে কচিকাঁচাদের দায়িত্ব। সহ-অধিনায়ক শিখর ধাওয়ান। দীনেশ কার্তিক দলে থাকলেও উইকেটের পিছনে নির্বাচকরা সুযোগ দিয়েছেন ঋষভ পন্থকেও। শ্রীলঙ্কা-বাংলাদেশের বিরুদ্ধে সুযোগ পেতে পারেন মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দরের মত তরুণ তুর্কিরা। 



খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়