মনঃসংযোগ বাড়াতে সোশ্যাল নেটওয়ার্ক থেকে দূরে... টোকিও অলিম্পিকে পাখির চোখ চানুর

কিন্তু অলিম্পিকে কাজটা বেশ কঠিন বলেই মনে করছেন মীরাবাঈ চানু।

Updated By: Feb 3, 2020, 07:08 PM IST
মনঃসংযোগ বাড়াতে সোশ্যাল নেটওয়ার্ক থেকে দূরে... টোকিও অলিম্পিকে পাখির চোখ চানুর

নিজস্ব প্রতিবেদন:  অলিম্পিকে পদক জিততে মরিয়া মণিপুরের ভারোত্তলক মীরাবাঈ চানু। মনঃসংযোগ বাড়াতে সোশ্যাল নেটওয়ার্ক থেকে নিজেকে সরিয়ে রাখছেন চানু। জাতীয় ভারত্তোলন চ্যাম্পিয়নশিপে অংশ নিতে কলকাতায় এসেছেন মণিপুরের ভারত্তোলক। কমনওলেথ গেমসে সোনাজয়ী মীরাবাঈ চানুকে আসন্ন টোকিও অলিম্পিকে ভারতের সম্ভাব্য পদকজয়ী হিসেবে দেখা হচ্ছে। এপ্রিলে কাজখাস্তানে এশিয়ান চ্যাম্পিয়নশিপকেই অলিম্পিকের প্রস্তুতি হিসেবে দেখছেন মণিপুরের ভারত্তোলক।

কমনওয়েলথে চিন, কোরিয়ার মতো দেশের প্রতিযোগী অংশ না নেওয়ায়, কাজটা তুলনামূলকভাবে সহজ হয়। কিন্তু অলিম্পিকে কাজটা বেশ কঠিন বলেই মনে করছেন মীরাবাঈ চানু। রিও অলিম্পিকের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছেন। মনঃসংযোগ বাড়াতে তাই সোশ্যাল নেটওয়ার্ক থেকেও নিজেকে দূরে রাখছেন।

বড় ইভেন্টে স্নায়ুর চাপ সামলানোটাই সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কমের কাছ থেকেও পরামর্শ নেন চানু। টোকিও অলিম্পিককে মাথায় রেখে অনুশীলনেও বাড়তি ঘাম ঝরাচ্ছেন। লক্ষ্যে অবিচল থেকেই দেশবাসীর স্বপ্নপূরণ করতে চান মীরাবাঈ চানু।

আরও পড়ুন - জাতীয় দলে ধোনির কামব্যাক করা কঠিন, বললেন কপিল দেব

.